Mousuni Island: শীতের ছুটিতে মৌসুনি যাওয়ার প্ল্যান? পর্যটকদের জন্য বিরাট সুখবর

Last Updated:

Mousuni Island: মৌসুনিতে এবার পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হলে প্রশাসন। ইতিমধ্যে সব কটেজ মালিকদের একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। সকলকেই সেই নিয়ম মেনে চলতে হবে‌‌।

+
মৌসুনি

মৌসুনি দ্বীপ 

দক্ষিণ ২৪ পরগনা: মৌসুনিতে এবার পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হলে প্রশাসন। ইতিমধ্যে সব কটেজ মালিকদের একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। সকলকেই সেই নিয়ম মেনে চলতে হবে‌‌।কটেজগুলির নিরাপত্তা বাড়াতে সিসিটিভি-সহ আরও কর্মী নিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে সমস্ত কটেজেই। তা না হলে ব্যবস্থা গ্রহণ করা হবে সেই কটেজটির বিরুদ্ধে।
এ বিষয়ে মৌসুনি ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অরুণ জানা বলেন, পর্যটকদের কাছে এখন মৌসুনি পর্যটন কেন্দ্র খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিনই বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। তাই তাঁদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই কটেজ মালিকদের দেখা উচিত।কটেজগুলিকে সুষ্ঠুভাবে চালানোর জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে। কটেজ মালিকদের সেই নির্দেশ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, অ্যাসোসিয়েশনও প্রতিটি কটেজের উপর নজরদারি চালাবে।
advertisement
advertisement
এ নিয়ে মৌসুনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাইয়ুম খান বলেন, বৈঠকে কটেজ মালিকদের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারের পাশাপাশি সঠিকভাবে ইলেকট্রিক ওয়্যারিং করা, পর্যাপ্ত পরিমাণ জল ও বালির বস্তা মজুত রাখা-সহ অগ্নি নির্বাপণের মেশিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
এছাড়াও কটেজগুলিতে জেনারেটর থাকা বাঞ্ছনীয়। তার সঙ্গে কটেজ থেকে নদী বা পুকুর পর্যন্ত লম্বা পাইপ রাখতে হবে। স্থানীয় প্রশাসনের অনুমতির কাগজপত্র অবশ্যই লাগবে। নিয়মকানুন না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার এই নির্দেশিকা পেয়ে কটেজ মালিকরা ঠিক কি ব্যবস্থা গ্রহণ করে।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mousuni Island: শীতের ছুটিতে মৌসুনি যাওয়ার প্ল্যান? পর্যটকদের জন্য বিরাট সুখবর
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement