Mountaineer Death : অ্যাডভেঞ্চারের নেশাই হল কাল! বাঙালি পর্বত আরোহীর মৃত্যু, বেসক্যাম্পে পৌঁছেই শরীর খারাপ, মুহুর্তে বিপদ
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Mountaineer : অন্নপূর্ণা বেসক্যাম্পে অসুস্থ হয়ে মৃত্যু বাঙালি পর্বতারোহীর। মৃতের নাম পিন্টু হালদার (৫৩)। তিনি উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা এবং ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অন্নপূর্ণা বেসক্যাম্পে অসুস্থ হয়ে মৃত্যু বাঙালি পর্বতারোহীর। মৃতের নাম পিন্টু হালদার (৫৩)। তিনি উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা এবং ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।
দিন পাঁচেক আগেই প্রবল তুষারপাতের জেরে নেপালের ম্যাগদি জেলার অন্নপূর্ণা বেসক্যাম্পে আটকে পড়েছিলেন ১৭ জন ভারতীয়-সহ মোট ৭২ জন পর্বতারোহী। তাঁদের উদ্ধার করেছিল নেপালের নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এর মধ্যেই মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন পিন্টু হালদার। সহযাত্রীদের জানান শ্বাসকষ্টের কথা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান।
চিকিৎসার সুযোগ পাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির পর্বতারোহণ ক্লাব সূত্রে জানা গিয়েছে, পিন্টু হালদারের বহু বছরের ট্রেকিং অভিজ্ঞতা ছিল। তিনি একাধিক ট্রেক অভিযানে অংশ নিয়েছেন, এমনকি নতুন ট্রেকারদের প্রশিক্ষণও দিয়েছেন। ক্লাবের অন্যতম কর্মকর্তা বিপ্লব চট্টোপাধ্যায় জানান, যাওয়ার পথে কোনও সমস্যা হয়নি। ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পিন্টু।
advertisement
advertisement
আরও পড়ুন- Ind vs Pak ম্যাচে অভ্যবতার শাস্তি, হ্যারিস রউফ ২ ম্যাচ সাসপেন্ড, সূর্যকুমার-বুমরাহের ফাইন
এখন ওখানে যোগাযোগ করা খুবই কঠিন। আইনি প্রক্রিয়া মিটিয়ে কীভাবে দেহ ফিরিয়ে আনা যাবে, তা এখনও পরিষ্কার নয়। সহকর্মীদের বক্তব্য, কয়েকদিন আগেই হিমাচলে গিয়েছিলেন পিন্টু। সেখান থেকে ফিরে অন্নপূর্ণা ট্রেকে যোগ দেন তিনি। তাঁর হঠাৎ মৃত্যুর খবর শুনে সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীদের কথায় পাহাড় ছিল পিন্টুর নেশা। সেই পাহাড়ের কোলেই চিরদিনের জন্য হারিয়ে গেল আমাদের প্রাণবন্ত সহকর্মী।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2025 5:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mountaineer Death : অ্যাডভেঞ্চারের নেশাই হল কাল! বাঙালি পর্বত আরোহীর মৃত্যু, বেসক্যাম্পে পৌঁছেই শরীর খারাপ, মুহুর্তে বিপদ

