#লালগড়: জন্মানোর কিছুক্ষণের মধ্যেই সদ্যোজাতর মৃত্যুতে পাগলপাড়া মা হাতি। শুঁড়ে তুলে আছাড়ে মারল যুবককে। পুরো ঘটনায় আতঙ্কিত লালগড়ের ধরমপুরের বাসিন্দারা।
বৃহস্পতিবার রাতভর লালগড়ের ধরমপুরে তাণ্ডব চালাচ্ছিল ৪টি হাতির দল। হাতির তাণ্ডবে নষ্ট হয় প্রচুর শস্য। আচমকা হাতির হানায় কার্যত ঘরবন্দি হয়ে পড়েন এলাকার মানুষ। সকাল হতেই একটি হাতি জন্ম দেয় শাবকের। মা হাতির সঙ্গে দিব্যি হেঁটে চলে বেরাতেও দেখা যায় শাবকটিকে....
ক্ষয়ক্ষতি ভুলে হাতির শাবককে নিয়ে আনন্দে মেতে ওঠেন গ্রামের বাসিন্দারা। তবে হঠাৎই ছন্দপতন....! মারা যায় সদ্যোজাত শাবকটি....!!!
শাবকের মৃত্যুতে চিৎকার করতে থাকে দিশেহারা মা হাতিটি। কী হয়েছে দেখতে ছুটে যান উৎসুক বাসিন্দারা। তখনই এক যুবককে সামনে পেয়ে ক্ষিপ্ত মা হাতি তাঁকে শুঁড়ে তুলে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের....!!
যুবকের মৃত্যুতে আতঙ্কিত গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বনদফতরের আধিকারিকরা। হাতির দলটিকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে তারা। যদিও হাতির শাবকের মৃত্যু হল কী ভাবে তা জানা যায়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant, Elephant Death, Elephant Kills Youth, Lalgarh