Home /News /south-bengal /
বাড়ি ফেরার পথে উবর থেকে নিখোঁজ মা-মেয়ে

বাড়ি ফেরার পথে উবর থেকে নিখোঁজ মা-মেয়ে

Representational Image

Representational Image

বাড়ি ফেরার পথে নিখোঁজ মা-মেয়ে ৷ টিটাগড় থেকে ঝাড়খণ্ড ফেরার পথে নিখোঁজ হয়ে যান মা ও মেয়ে ৷

 • Share this:

  #টিটাগড়: বাড়ি ফেরার পথে নিখোঁজ মা-মেয়ে ৷ টিটাগড় থেকে ঝাড়খণ্ড ফেরার পথে নিখোঁজ হয়ে যান মা ও মেয়ে ৷ জানা গিয়েছে, টিটাগড়ে বাপেরবাড়ি গিয়েছিলেন সুমন স্বর্ণকার ৷ ২৪ জুন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন ৷

  আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ তৃণমূল নেতা-সহ ৫

  শিয়ালদহ থেকে ট্রেনে ঝাড়খণ্ড ফেরার কথা ছিল ৷ শিয়ালদহ থেকে ট্রেনে ঝাড়খণ্ড ফেরার কথা ছিল ৷ শিয়ালদহ যাওয়ার জন্য বাড়ি থেকে উবরে ওঠেন সুমন ৷ তার সঙ্গে সুমনের বছর চোদ্দর মেয়েও ৷ তারপর থেকে আর খোঁজ মেলেনি দু'জনের ৷ এরপর টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা ৷

  আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসা লিঙ্কে ক্লিক করতেই ফোন হ্যাক, তারপর যা ঘটল...

  First published:

  Tags: Mother and Daughter Went Missing, Uber

  পরবর্তী খবর