হাতের ক্ষতে পচন, চিকিৎসা করাতে সোজা স্বাস্থ্যকেন্দ্রে হাজির বাঁদর শাবক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন, শুশ্রুষা চলাকালীন বাঁদর শাবকটি কোনওরকম সমস্যা করেনি, কাউকে আক্রমণেরও চেষ্টা করেনি সে৷
#সিউড়ি: শরীরের ক্ষত নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে হাজির আহত বাঁদরের ছানা। বীরভূমের নলহাটি থানার লোহাপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এই ঘটনায় অবাক চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা৷
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের গেটের বাইরে একটি বাঁদর ছানাকে ঘোরাঘুরি করতে দেখা যায়৷ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা লক্ষ্য করেন, বাঁদর শাবকটির শরীরে একাধিক ক্ষত রয়েছে৷ তা দেখেই বাঁদর ছানাটিকে তুলে ভিতরে নিয়ে যান তাঁরা৷ ক্ষতে ওষুধ লাগানোর পাশাপাশি সেটিকে খাবারও দেওয়া হয়৷ স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে বন দফতরেও খবর দেওয়া হয়৷
advertisement
advertisement
চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন, শুশ্রুষা চলাকালীন বাঁদর শাবকটি কোনওরকম সমস্যা করেনি, কাউকে আক্রমণেরও চেষ্টা করেনি সে৷ শান্ত ভাবেই বসেছিল সে৷ চিকিৎসকরা মনে করছেন কোনওভাবে তড়িদাহত হয়ে বাঁদর শাবকটি আহত হয়েছে৷ অথবা কোনও আক্রমণের শিকার হয়েছে সে৷ বাঁদর শাবকটির বাঁ হাতের ক্ষতে পচন ধরায় সেটি বাদ দিতে হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক৷ পশু হাসপাতালে নিয়ে গিয়ে বাঁদরটির চিকিৎসা করানোর জন্য বন দফতরকে খবর দেওয়া হয়েছে স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে৷ শুক্রবার সকালেই বাঁদর শাবটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতর৷
advertisement
স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক বলেন, ' সন্ধে থেকে বাঁদরের শাবকটি স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে ঘোরাঘুরি করছিল৷ মনে তো হচ্ছে চিকিৎসার জন্যই ও এখানে এসেছে৷ আমরা যথাসাধ্য চেষ্টা করেছি৷ বন দফতরে খবর দেওয়া হয়েছে৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 07, 2022 4:43 PM IST










