কলকাতামুখী বাসে লক্ষ লক্ষ টাকা...! টাকা গুনতে আনা হল মেশিন, এত এত টাকা এল কোথা থেকে? শুনলেই চমকাবেন ঘটনা!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Money Recovered: কলকাতামুখী বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা।একেবারে টাকার পাহাড়।টাকা গুনতে আনা হল মেশিন। গভীর রাতে পালসীট টোল এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহি বাস থেকে ৭২ লক্ষ টাকা উদ্ধার উদ্ধার করলো মেমারী থানার পুলিশ।
মেমারি: কলকাতামুখী বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। একেবারে টাকার পাহাড়। টাকা গুনতে আনা হল মেশিন। গভীর রাতে পালসীট টোল এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহি বাস থেকে ৭২ লক্ষ টাকা উদ্ধার উদ্ধার করলো মেমারি থানার পুলিশ।
উদ্ধার হওয়া বিপুল পরিমান টাকার নথি দেখাতে না পারায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃত শম্ভুনাথ বার্মা, বাবলু দাস, কৃষ্ণ দাস ও নবীন কুমার সিং বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা। এরমধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস বাসের ড্রাইভার ও কৃষ্ণ দাস খালাসি।
advertisement
advertisement
বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ ১৯ নং জাতীয় সড়কের পালসীট টোল প্লাজায় ভাগলপুর থেকে কলকাতামুখী যাত্রীবাহি বাসে হানা দেয়। তল্লাশিতে বাসে থাকা দুটি ব্যাগ থেকে ৭২ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।
advertisement
এরপরই বাসের দুই চালক ও খালাসি এবং শম্ভুনাথ ভার্মা নামে এক ব্যক্তিকে আটক করা হয়।পরে টাকার বৈধ কোনও নথি দেখাতে না পারায় ৪ জনকেই গ্রেফতার করে মেমারি থানার পুলিশ। কী উদ্দেশ্য? কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ।
সায়নী সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 3:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতামুখী বাসে লক্ষ লক্ষ টাকা...! টাকা গুনতে আনা হল মেশিন, এত এত টাকা এল কোথা থেকে? শুনলেই চমকাবেন ঘটনা!