Money Making Tips: পতিত জমি থাকলে মালামাল হওয়ার সুযোগ! মাছ চাষের জলাশয় বানিয়ে আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা, সাহায্য করবে সরকার

Last Updated:

Money Making Tips: পতিত জমি ফেলে না রেখে মাছ চাষের জন্য উপযুক্ত জলাশয় তৈরি করতে পারেন। এই কাজে সহযোগিতা করবে সরকার। লাভ হতে পারে লক্ষ লক্ষ টাকা।

+
মাটি

মাটি কাটা হচ্ছে

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ আপনার কাছে পতিত জমি রয়েছে? সেই জমি ফেলে না রেখে তৈরি করুন মাছ চাষের জন্য উপযুক্ত জলাশয়। এই কাজে সহযোগিতা করবে সরকার। লাভ হতে পারে লক্ষ লক্ষ টাকা। তবে জলাশয় তৈরি করতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। সেই সঙ্গেই জলের চরিত্র বিশ্লেষণ করা, প্রতিদিন নিয়ম করে খাবার দেওয়া সহ একাধিক কাজও করতে হবে।
প্রথমে পড়ে থাকা জমিটির চারদিক উঁচু করে পাড় দিতে হবে। সংশ্লিষ্ট মৎস্য দফতরের অফিসে যোগাযোগ করলে সবথেকে ভাল হয়। সেক্ষেত্রে সরকারি সহযোগিতা পাওয়া যাবে। বর্তমানে এই প্রক্রিয়ার মাধ্যমে পতিত অথবা একফসলি জমিকে পরিবর্তিত করে চিংড়ি ও অর্থকরী মাছ চাষ করলে ভাল ফল মিলছে বলে জানিয়েছেন এক মৎস্যচাষি নাজমুল মোল্লা।
আরও পড়ুনঃ বাসন্তীতে রাস্তা নিয়ে বচসার মাঝে তুলকালাম! মহিলাকে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ, তদন্তে পুলিশ
বড় আকারে এই মাছ চাষ করতে হলে কম করে দু’টি পুকুর তৈরি করতে হবে। একটি বড় জলাশয় যেখানে মাছ চাষ হবে। দ্বিতীয়টি হবে সেকেন্ডারি জলাশয়, যাতে মাঝেমধ্যে জল বের করে দিতে হবে। আবার প্রয়োজনে জল প্রবেশ করাতে হবে। এছাড়া লাগবে জলে অতিরিক্ত অক্সিজেন প্রবেশ করানোর জন্য মেশিন। এই জিনিসটি তৈরি করতে পারলেই পড়ে থাকা জমিটি থেকেই আসতে পারে লক্ষ লক্ষ টাকা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যাচ্ছে এক বিঘা জমিতে চিংড়ি চাষ করলে কয়েক লক্ষ টাকা পর্যন্ত লাভ করা যাবে। সরকারি ভাবে মাছ, মাছের খাবার সহ আরও অন্যান্য উপদেশ দিয়ে সহযোগিতা করা হবে বলে প্রশাসনিকভাবে জানানো হয়েছে। এই কাজের জন্য সরকারিভাবে লোনের ব্যবস্থাও করা হচ্ছে। সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে সাহায্য করা হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার এই কথা জানিয়েছেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে অনেকেই সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার মতো জায়গায় এই কাজ করলে খুবই লাভ হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Money Making Tips: পতিত জমি থাকলে মালামাল হওয়ার সুযোগ! মাছ চাষের জলাশয় বানিয়ে আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা, সাহায্য করবে সরকার
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement