Momo: নৈহাটিতে প্রেমিককে ডেকে খুন প্রেমিকার, নাম জড়িয়ে গেল মোমোর!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Momo: মৃত ওই যুবকের নাম সুব্রত হালদার (২৫)। মৃতের পরিবারের অভিযোগ, পাশ্ববর্তী এক গৃহবধূর সঙ্গে সুব্রতর ত্রিকোণ প্রেম ছিল।
নৈহাটি: মোমো খাওয়ার জন্য ডেকে প্রেমিককে খুন! ত্রিকোণ প্রেমের জেড়ে খুনের ঘটনায় চাপা উত্তেজনা নৈহাটি দোগাছিয়া এলাকায়। নৈহাটি দোগাছিয়া এলাকায় এক বাঁশবাগানের পাশে এক পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার।
মৃত ওই যুবকের নাম সুব্রত হালদার (২৫)। মৃতের পরিবারের অভিযোগ, পাশ্ববর্তী এক গৃহবধূর সঙ্গে সুব্রতর ত্রিকোণ প্রেম ছিল। আর তার জেরেই ওই গৃহবধূ পরিজনরা শ্বাসরুদ্ধ করে তাকে খুন করেছে।
advertisement
পুলিশ ওই অভিযুক্ত গৃহবধূ সহ তার স্বামী এবং দেওরকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, মোমো খাওয়ার টোপ দিয়ে সুব্রতকে গলায় ফাঁস দিয়ে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ। পার্শ্ববর্তী একটি পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2024 6:01 PM IST