North 24 Parganas News: মেশিনেই সাফ হবে রাস্তায় জমা জল! হাবরা পুরসভার নতুন ব্যবস্থা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sipra Roy
Last Updated:
ঝড়-বৃষ্টিতে ডুবে থাকা হাবরার এই এলাকায় আর দাঁড়াবে না জল, কাজ করবে আধুনিক স্ট্রম ওয়াটার ড্রেনেজ পাম্পিং স্টেশন!
উত্তর ২৪ পরগনা: ঝড়-বৃষ্টির জেরে হাবরার জমা জলের সমস্যার সমাধানে অবশেষে স্ট্রম ওয়াটার ড্রেনেজ পাম্পিং স্টেশন চালু করল পৌরসভা। হাবরা পৌর এলাকার সাত আট এবং ১৫ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় প্রতিবছরই বৃষ্টির জমা জলে এলাকার মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হতো। জমা জলের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে হাবরা পৌর এলাকায়। দীর্ঘদিন ধরেই মানুষের দাবি ছিল জল সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করুক পৌরসভা। এরপরই রাজ্যের নগর উন্নয়ন দফতর ও হাবড়া পৌর সভার উদ্যোগে তৈরি হওয়া অত্যাধুনিক পাম্পিং স্টেশনের সূচনা হল। দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম ও খাদ্য মন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে ১৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় উদ্বোধন করা হয় এই উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পিং স্টেশনের।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবরা পুরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা, অশোকনগর পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার সহ হাবরার বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনের পাশাপাশি এদিন গোটা পাম্পিং স্টেশন ঘুরে দেখেন মন্ত্রী নিজে। ফলে আগামী দিনে হাবরার যে সমস্ত ওয়ার্ড গুলিতে বৃষ্টির ফলে জল জমে সমস্যার সম্মুখীন হতেন মানুষজন সেই সমস্যার অনেকটাই সমাধান হল বলেই মনে করা হচ্ছে। এই পাম্পিং স্টেশনের মাধ্যমে জমা জল টেনে নির্দিষ্ট ড্রেনেজ সিস্টেমের মধ্যে দিয়ে পাস করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মন্ত্রী ফিরাদ হাকিম এই পাম্পিং স্টেশনের বিশেষ প্রশংসা করেন। পাশাপাশি হাবরা পুরসভা ডেঙ্গি সহ একাধিক বিষয়ে যথাযথ সচেতনতা চালাচ্ছে বলেও জানান মন্ত্রী। নতুন এই পাম্পিং স্টেশন পেয়ে সম্ভবতই খুশি হাবড়ার বিস্তীর্ণ এলাকার মানুষজন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 29, 2024 5:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মেশিনেই সাফ হবে রাস্তায় জমা জল! হাবরা পুরসভার নতুন ব্যবস্থা







