Nadia News: রাম মন্দির উদ্বোধনের পর পোয়া বারো জীবন্ত মডেলদের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
গ্রামেগঞ্জে আজও হয় রামায়ণ কথা অথবা রামায়ণ গীতির আসর। যেখানে দেখা যায় রাম, লক্ষণ, রাবণ, সীতা ইত্যাদি বিভিন্ন চরিত্র সেজে অভিনয় করেন একদল মানুষ
নদিয়া: নতুনভাবে ব্যাপক রাম সীতা হনুমান পুজোর ফলে জীবন্ত মডেল শিল্পীরাও আশার আলো দেখছেন। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতেই মুখে হাসি ফুটেছে শান্তিপুরের রামায়ণ শিল্পীদের। তাঁদের বুকিং আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: রসের স্বাদ বোঝাতে ডায়মন্ডহারবারে রসমতী
গ্রামেগঞ্জে আজও হয় রামায়ণ কথা অথবা রামায়ণ গীতির আসর। যেখানে দেখা যায় রাম, লক্ষণ, রাবণ, সীতা ইত্যাদি বিভিন্ন চরিত্র সেজে অভিনয় করেন একদল মানুষ। পেছন বাজে ঢোল এবং সানাইয়ের আবহসঙ্গীত। সবমিলিয়ে জমজমাট আসর। তবে সেই সমস্ত রামায়ণগীতি শহর কিংবা মফস্বলে তেমন একটা দেখা যায় না। গ্রামেগঞ্জের এই অনুষ্ঠান কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে দেখা গেলেও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল বাংলার এই পুরনো ঐতিহ্য। সেই সমস্ত শিল্পীরাও পাচ্ছিলেন না কাজ। তবে রাম মন্দির উদ্বোধন হওয়াতে আবারও নতুন করে সকলের মনে পড়ছে সেই সমস্ত শিল্পীর কথা। ইতিমধ্যেই একাধিক জায়গায় ডাক পড়তে শুরু করেছে তাঁদের। ফলে নতুন করে বাড়তি আয়ের দিশা দেখছেন শিল্পীরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে হঠাৎ করে প্রচুর সংখ্যক অর্ডার আসার কারণে তাঁরা কিছুটা হলেও সমস্যাতেও পড়েছেন। কারণ এই অল্প সময়ের মধ্যে তাঁদের মানানসই জোগাড় করতে হচ্ছে যা বেশ সমস্যার বিষয়। তবে তাঁরা উচ্ছ্বাসিত আগামীর কথা ভেবে। তবে সব মিলিয়ে রোজগারের সমস্যা কাটার আশা দেখছেন এই শিল্পীরা।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2024 6:49 PM IST