Nadia News: রাম মন্দির উদ্বোধনের পর পোয়া বারো জীবন্ত মডেলদের

Last Updated:

গ্রামেগঞ্জে আজও হয় রামায়ণ কথা অথবা রামায়ণ গীতির আসর। যেখানে দেখা যায় রাম, লক্ষণ, রাবণ, সীতা ইত্যাদি বিভিন্ন চরিত্র সেজে অভিনয় করেন একদল মানুষ

+
রাম,

রাম, লক্ষণ এবং সীতার জীবন্ত মডেলরা

নদিয়া: নতুনভাবে ব্যাপক রাম সীতা হনুমান পুজোর ফলে জীবন্ত মডেল শিল্পীরাও আশার আলো দেখছেন। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতেই মুখে হাসি ফুটেছে শান্তিপুরের রামায়ণ শিল্পীদের। তাঁদের বুকিং আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে।
গ্রামেগঞ্জে আজও হয় রামায়ণ কথা অথবা রামায়ণ গীতির আসর। যেখানে দেখা যায় রাম, লক্ষণ, রাবণ, সীতা ইত্যাদি বিভিন্ন চরিত্র সেজে অভিনয় করেন একদল মানুষ। পেছন বাজে ঢোল এবং সানাইয়ের আবহসঙ্গীত। সবমিলিয়ে জমজমাট আসর। তবে সেই সমস্ত রামায়ণগীতি শহর কিংবা মফস্বলে তেমন একটা দেখা যায় না। গ্রামেগঞ্জের এই অনুষ্ঠান কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে দেখা গেলেও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল বাংলার এই পুরনো ঐতিহ্য। সেই সমস্ত শিল্পীরাও পাচ্ছিলেন না কাজ। তবে রাম মন্দির উদ্বোধন হওয়াতে আবারও নতুন করে সকলের মনে পড়ছে সেই সমস্ত শিল্পীর কথা। ইতিমধ্যেই একাধিক জায়গায় ডাক পড়তে শুরু করেছে তাঁদের। ফলে নতুন করে বাড়তি আয়ের দিশা দেখছেন শিল্পীরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে হঠাৎ করে প্রচুর সংখ্যক অর্ডার আসার কারণে তাঁরা কিছুটা হলেও সমস্যাতেও পড়েছেন। কারণ এই অল্প সময়ের মধ্যে তাঁদের মানানসই জোগাড় করতে হচ্ছে যা বেশ সমস্যার বিষয়। তবে তাঁরা উচ্ছ্বাসিত আগামীর কথা ভেবে। তবে সব মিলিয়ে রোজগারের সমস্যা কাটার আশা দেখছেন এই শিল্পীরা।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: রাম মন্দির উদ্বোধনের পর পোয়া বারো জীবন্ত মডেলদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement