শুভ্রাংশু বিজেপি যোগ দিচ্ছেন? জল্পনা একেবারে ওড়ালেন না মুকুল
Last Updated:
মুকুল রায়ের সঙ্গে দিল্লি যাচ্ছেন তাঁর ছেলে শুভ্রাংশু৷ শুভ্রাংশুর বিজেপি-তে যোগ দেওয়ার প্রসঙ্গ একেবারে উড়িয়ে দিলেন না বিজেপি নেতা৷ সূত্রের খবর, দলবদলের সম্ভাবনা রয়েছে জেলার কয়েকজন কাউন্সিলারেরও৷
#বীজপুর: লোকসভা ভোটের রেজাল্ট বেরনোর পর 'বাবার কাছে হেরে গেলাম' মন্তব্যের জেরে তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়কে সাসপেন্ড করেছে দল৷ ওই দিনের ইঙ্গিতবহ মন্তব্যের পর মুকুল রায়ের ছেলেকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়ল সোমবারের একটি ঘটনায়৷ জল্পনাটি হল, মুকুল রায়ের ছেলেও কি বিজেপি-তে যোগ দিচ্ছেন?
মুকুল রায়ের সঙ্গে দিল্লি যাচ্ছেন তাঁর ছেলে শুভ্রাংশু৷ শুভ্রাংশুর বিজেপি-তে যোগ দেওয়ার প্রসঙ্গ একেবারে উড়িয়ে দিলেন না বিজেপি নেতা৷ সূত্রের খবর, দলবদলের সম্ভাবনা রয়েছে জেলার কয়েকজন কাউন্সিলারেরও৷
ভোটের ফল প্রকাশের পর শুভ্রাংশু বলেন, 'আমার বাবাকে নিয়ে আমি গর্বিত৷ আমি বলেছিলাম, বীজপুর থেকে দীনেশদাকে সবচেয়ে বেশি লিড দেব। কিন্তু আমি পারিনি। আমি বীজপুরের ভূমিপুত্র। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে, আমি একাই এখানকার ভূমিপুত্র নই, আমার বাবা মুকুল রায়ও বীজপুরের ভূমিপুত্র৷ সাংবাদিক সম্মেলনে এ দিন এই মন্তব্যই করেছেন তৃণমূল বিধায়ক। কাউকে দোষারোপের ব্যাপার নেই, অভিমান নেই, রাগ নেই। আমার বাবার কাছে আমি হেরে গিয়েছি। ভবিষ্যতে কী করব, সে বিষয়ে বাবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব।'
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2019 5:22 PM IST