বিরোধীদের মনোনয়ন দাখিলে কোনও বাধা নয়, প্রচার খোদ বিধায়কের!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
Bengal Panchayat election: এবার মাইক হাতে রাস্তায় বিধায়ক। সাফ জানালেন, বিরোধীদের মনোনয়নে বাধা দিলে দলের দায় নয়।
বীরভূম: এবার মাইক হাতে রাস্তায় বিধায়ক। বিরোধীদের মনোনয়ন দাখিলে কেউ যাতে বাধা না দেয়, সেই কারণে প্রচার চালালেন বিধায়ক। রবিবার লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহকে এমনই ভূমিকায় দেখা যায়। এদিন মাইক হাতে তিনি বলেন, “বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিলে সে দলের কেউ নয়”।
বীরভূম জেলাকে স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের বাধা দেওয়া, মারধর, হেনস্থার অভিযোগ উঠেছে৷ একই ভাবে বীরভূমের বেশকিছু জায়গা থেকেও একই অভিযোগ উঠেছে৷
এদিন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহকে দেখা গেল গাড়িতে মাইক বেঁধে মাঠে নামতে৷ এলাকার রাস্তায় ঘুরে ঘুরে তিনি প্রচার করেন, “গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন৷ তাই এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া যাবে না৷ এটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ৷ যদি কেউ বিরোধীদের বাধা দেয়, দল সেই দায় নেবে না।”
advertisement
advertisement
আরও পড়ুন- বিরিয়ানি খান দিনে-রাতে, চিকিৎসকদের কথা শুনলে আঁতকে উঠবেন
প্রচারে বিধায়ককে আরও বলতে শোনা যায়, “যদি কেউ বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা নেয়, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে বাধা দেয় তার বিরুদ্ধে প্রশাসন ও নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নিক, এটাই আবেদন।”
তবে লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, “এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব দলের শীর্ষ নেতা-নেত্রীর নির্দেশ পালন করা৷ নির্বাচন প্রক্রিয়ায় যাতে সবাই অংশ নেয় সেটাই গণতন্ত্র। বিরোধীদের কোন ভাবে বাধা দেওয়া যাবে না৷।”
advertisement
Subhadip Pal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2023 7:08 PM IST