শহরে মহাগুরু, গভীর রাত পর্যন্ত অন্তরঙ্গ আলোচনায় মিঠুন-বিজয়বর্গীয়, আজ থাকছেন ব্রিগেডে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
বিজেপি সূত্রে খবর, আজ কলকাতায় প্রধানমন্ত্রী মোদীর ব্রিগেড গ্রাউন্ড সমাবেশ চলাকালীন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী মঞ্চে উপস্থিত থাকতে পারেন।
#কলকাতা : শনিবারই শহরে পৌঁছে গেলেন বাঙালির মহাগুরু মিঠুন চক্রবর্তী। রাতেই রাজ্য BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে বেলগাছিয়ার বাড়িতে একপ্রকার বৈঠক হয় তাঁর। বিজয়বর্গীয় নিজেই তাঁর ট্যুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন। তাঁর পোস্টে বিজয়বর্গীয় লিখেছেন "চলচ্চিত্রের এক বিখ্যাত অভিনেতা মিঠুন দা-র সঙ্গে গভীর রাতে আলোচনা হয়েছে। তাঁর দেশপ্রেম এবং দরিদ্রদের প্রতি ভালবাসার গল্প শুনে আপ্লুত হয়ে গিয়েছি"।
अभी देर रात कोलकाता के बेलगाचिया में सिनेमा जगत के माशूर अभिनेता मिथुन दाँ के साथ लम्बी चर्चा हुई । उनकी राष्ट्र भक्ति और ग़रीबों के प्रति प्रेम की कहानियाँ सुनकर मन गद-गद हो गया । pic.twitter.com/1REwfpZNax
— Kailash Vijayvargiya (@KailashOnline) March 6, 2021
advertisement
advertisement
বিজেপি সূত্রে খবর, রবিবার কলকাতায় প্রধানমন্ত্রী মোদির ব্রিগেড গ্রাউন্ড সমাবেশ চলাকালীন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী মঞ্চে উপস্থিত থাকতে পারেন। "তিনি আগামিকাল জনসভায় উপস্থিত থাকতে পারেন। আসুন দেখি কী হয়," বিজেপির এক প্রবীণ নেতা সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন গতকাল। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় অবশ্য বলেছেন, মিঠুনের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার বিষয়ে কোনও আলোচনা হয়নি।
advertisement
একদা সিপিআই (এম) এর ঘনিষ্ঠ হিসাবে বিবেচিত, বাংলার মহাগুরু রাজনীতি ছাড়ার ইচ্ছা প্রকাশ করে পদত্যাগ করার আগে কয়েক বছর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ছিলেন।ব্রিগেড ময়দানে মোদির হাত ধরেই BJP-র পতাকা হাতে তুলে নিতে পারেন 'মহাগুরু' মিঠুন, গত ২৪ ঘণ্টা এই জল্পনায় তোলপাড় গোটা বাংলা। এরইমধ্যে বিজয়বর্গীয়র এই পোস্ট সেই সম্ভাবনাই আরও জোরালো করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2021 8:09 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শহরে মহাগুরু, গভীর রাত পর্যন্ত অন্তরঙ্গ আলোচনায় মিঠুন-বিজয়বর্গীয়, আজ থাকছেন ব্রিগেডে