Mithun Chakraborty: রামের প্রচারে বামের আইকন! চে'র টুপি পরে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে মিঠুন
- Reported by:VENKATESHWAR LAHIRI
- Published by:Debamoy Ghosh
Last Updated:
লাল ব্রিগেড বলে, বিপ্লব স্বপ্ন হলে সেই স্বপ্নের নাম চে গুয়েভারা। বামেদের রামে টানার কৌশল মহাগুরুর? প্রশ্ন নানা মহলে।
#পুরুলিয়া: রামের প্রচারে বামের আইকন! লাল ব্রিগেডের আইকন চে গুয়েভারা। সেই চে খ্যাত টুপি পরে বিজেপি-র প্রচারে মিঠুন চক্রবর্তী। মিঠুনের মাথায় চে’র টুপি। মিঠুন বললেন, 'প্রথমে তো আমি অভিনেতা। এটা চে গুয়েভারা বলেই পরেছি।'
এর্নেস্তো রাফায়েল গুয়েভারা দে লা সের্না। দুনিয়া চেনে শুধু ‘চে’ নামে। কমিউনিস্টদের আইকন। লাল ব্রিগেড বলে, বিপ্লব স্বপ্ন হলে, সেই স্বপ্নের নাম চে গুয়েভারা। আজও অনেকের কাছেই চে মানে প্রতিবাদ। চে মানে তারুণ্যের প্রতীক। লড়াইয়ের অনুপ্রেরণা। তা সে কলকাতা হোক বা কিউবা। প্যারাগুয়ে হোক বা পুরুলিয়া। এ বঙ্গে আজও লাল ব্রিগেড পথে নামলেই পথ ভাসে চে’র আবেগে। সেই বাম আবেগেই কি শান দিতে চাইছে গেরুয়া শিবির? তাই কি পঞ্চায়েত ভোটের আগে বিজেপির মিঠুন চক্রবর্তীর মাথায় চে’র ধাঁচে টুপি? প্রশ্ন অনেকের।
advertisement
advertisement
রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলেন, বঙ্গে রামের উত্থান বামের ভোটে। এবার পঞ্চায়েত ভোটের আগে আবার নানা মহলে জোর চর্চায় রাম-বাম জোট। এ সবেরই মাঝে, বুধবার সবার নজর কাড়লেন মিঠন। পুরুলিয়ায় সভা করলেন চে’র টুপি পরে। রামের প্রচারে বামের আইকন। এটা কি বামেদের রামের কাছে টানার কৌশল? জল্পনা নানা মহলে।
advertisement
বুধবার থেকে রবিবার। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাজনৈতিক কর্মসূচি শুরু করেছেন মিঠুন চক্রবর্তী। বুধবার পুরুলিয়া দিয়ে শুরু হল মহাগুরুর সেই সফর। এর পর বাঁকুড়া বিষ্ণুপুর আসানসোল বীরভূমের বোলপুরে পঞ্চায়েত কর্মী সম্মেলনের পাশাপাশি স্থানীয় দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় করবেন সাংগঠনিক বৈঠক। আর পুরুলিয়ার প্রথম সভাতেই চে-র টুপি পরে বিজেপির কর্মসূচিতে চমক দিলেন মিঠুন চক্রবর্তী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 24, 2022 1:40 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mithun Chakraborty: রামের প্রচারে বামের আইকন! চে'র টুপি পরে বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে মিঠুন










