এলাকায় ঘোরাঘুরি করছিল এক কিশোর, স্থানীয়রা ঘিরে ধরতেই যা জানা গেল!

Last Updated:

ঝাড়গ্রামের চন্দ্রী এলাকায় এক হারিয়ে যাওয়া নাবালককে উদ্ধার করে চাইল্ড হেল্পলাইনের হাতে তুলে দিল ঝাড়গ্রাম থানার পুলিশ। 

Jhargram police station 
Jhargram police station 
তন্ময় নন্দী, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের চন্দ্রী এলাকায় এক হারিয়ে যাওয়া নাবালককে উদ্ধার করে চাইল্ড হেল্পলাইনের হাতে তুলে দিল ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রী এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় এক নাবালককে। গত দুই দিন ধরে এলাকায় ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা তাকে সন্দেহজনক মনে করে এবং জিজ্ঞাসাবাদ করেন।
স্থানীয়দের প্রশ্নের সে কোনও উত্তর না দেওয়াতে তারা খবর দেন ঝাড়গ্রাম থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নাবালককে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ঝাড়গ্রাম থানার পুলিশ ওই নাবালককে ঝাড়গ্রামের চাইল্ড হেল্পলাইনের হাতে তুলে দেয়, যাতে দ্রুত তার পরিবারকে খুঁজে পাওয়া যায়।
চাইল্ড হেল্পলাইনের প্রজেক্ট কো-অর্ডিনেটর চিরঞ্জিত চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের সময় ওই নাবালক কিছু বলতে না চাইলেও, খাবার দেওয়ার পর সে নিজের নাম জানায় বিজয় সরেন। গ্রামের নাম সঠিক বলতে পারেনি। ছেলেটির বয়স আনুমানিক ১২ -১৩ বছর, গায়ের রং একটু চাপা। অনুমান বাড়ি পূর্ব সিংভূম জেলায় হতে পারে।
advertisement
advertisement
বর্তমানে চাইল্ড হেল্পলাইনের তরফ থেকে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালান হচ্ছে। এই মানবিক তৎপরতায় খুশি এলাকার বাসিন্দারা। চন্দ্রীর বাসিন্দা রাম সাহু বলেন একটি নতুন ছেলেটিকে ঘুরতে দেখেছিলাম, সন্দেহ হয় গ্রামের লোকেদের বিষয়টি জানাই। ওরাই পুলিশে খবর দেয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এলাকায় ঘোরাঘুরি করছিল এক কিশোর, স্থানীয়রা ঘিরে ধরতেই যা জানা গেল!
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement