Hooghly News: আশা ছেড়ে ছিল পরিবার! কুম্ভে নিঁখোজ বৃদ্ধ উত্তরপাড়া থেকে ফিরছেন বিহারে

Last Updated:

অনেক খোঁজাখুঁজির পর হার মেনেছিল পরিবার আত্মীয় স্বজনরা। বিশ্বাস ছিল কুম্ভেই মৃত্যু হয়েছে ৮৫ বছরের বৃদ্ধ ওয়াকিল মন্ডল। ৪ মাস পর হ্যাম রেডিও ঘরে ফেরালেন বৃদ্ধকে।

নিখোঁজ বৃদ্ধ
নিখোঁজ বৃদ্ধ
হুগলি: পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে কুম্ভ মেলায় পূণ্য স্নান করতে প্রয়াগরাজে গিয়েছিলেন বিহারের ভাগলপুরের বাসিন্দা ওয়াকিল মন্ডল। পূণ্য স্নান হয়নি। নিখোঁজ হয়েছিলেন। দিনটা ছিল চলতি বছরের জানুয়ারি মাসের ১৯ তারিখ। সেই দিন, আগুন লেগেছিল কুম্ভ মেলায়। আগুনে ছারখার হয়ে গিয়েছিল সাধুদের একাধিক আখড়া। প্রাণ বাঁচাতে মানুষের ছোটাছুটির মাঝে হারিয়ে গিয়েছিলেন ৮৫ বছরের বৃদ্ধ।
সেই ঘটনার পর কেটে গেছে চার মাস।অনেক খোঁজাখুঁজির পর হার মেনেছিল পরিবার আত্মীয় স্বজনরা। গ্রামবাসীদের বিশ্বাস ছিল কুম্ভেই মৃত্যু হয়েছে তাঁর। অনেকেই বলেছিলেন, ভাল মানুষ ছিলেন। তাই এভাবেই ভাল মৃত্যু হল। ওয়াকিল মন্ডলের মৃত্যু হয়েছে মেনেই নিয়েছিল পরিবার পরিজনেরাও।হ্যাম রেডিওর দেওয়া খবরে সেই বিশ্বাস ভাঙল। অবশেষে প্রায় সাড়ে চার মাস পরে বাড়ি ফিরছেন বৃদ্ধ ওয়াকিল। গত ২৫ মার্চ রাত্রে জি টি রোড সংলগ্ন এলাকা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি উদ্ধার হন। চলার বা কথা বলার কোনও ক্ষমতাই তাঁর ছিলনা। রাস্তার পাশে পড়ে ছিলেন। শ্রীরামপুর থানার পুলিশ এবং স্থানীয়দের উদ্যোগে তাঁকে ভর্তি করা হয় শ্রীরামপুর ওয়ালাস হাসপাতালে।
advertisement
advertisement
পুলিশি ভাষায় ‘আননোন’। সেই অবস্থাতেই চলে চিকিৎসা। কিছুটা সুস্থ হয়ে উঠলেও, নাম ঠিকানা কিছুই বলতে পারেন না। উপায়ন্তর খুঁজে না পেয়ে মঙ্গলবার সকালে হ্যাম রেডিওর দারস্থ হন ওয়ালস হাসপাতালের সহকারী সুপার বাসুদেব জোয়ারদার। ফোন করেন হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাসকে। টেলিফোনে বৃদ্ধর বিষয়টি জানান। শুরু হয় রেডিও ক্লাবের কাজ। মিনিটের মধ্যে বৃদ্ধর ছবি ছড়িয়ে পড়ে সারা দেশে থাকা ক্লাব সদস্যদের মধ্যে। কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ পাওয়া যায় বৃদ্ধর নাম ওয়াকিল মন্ডল। বাড়ি বিহারের ভাগলপুর জেলার সেকপুরা কুলকুলিয়া এলাকার কাহেলগাঁও গ্রামে। খোঁজ পাওয়া যায় তাঁর পাঁচ ছেলে ইন্দ্রশ্রী, কোমলেশ্রী, প্রমোদ, সুবোধ ও মোহিন্দার মন্ডলের। খবর পাওয়া যায় গ্রামে চৌকিদারের কাজ করতেন ওয়াকিল মণ্ডল। বছর তিনেক আগে স্ত্রীর মৃত্যু হয়েছে।
advertisement
বয়সজনিত কারণে বেশিরভাগ সময় বাড়ীতেই থাকতেন ওয়াকিল। ভালই কাটছিল সময়। ছন্দ পতন ঘটে পরিবার আত্মীয় পরিজন গ্রামবাসীদের সঙ্গে পূণ্য অর্জনের লক্ষ্যে গিয়ে। পরিবারের থেকে জানা যায়, কুম্ভের সেই অভিশপ্ত রাতের ঘটনা। আগুন লাগার পর তখন প্রাণ বাঁচাতে সবাই তখন দৌড়াদৌড়ি করেছিলেন। ওয়াকিলের পায়ে সমস্যা ছিল। তাই কিছুটা পিছিয়ে পড়েছিলেন। তারপর ছোটাছুটি ভিড়ে সব গোলমাল হয়ে যায়। খুঁজে পাওয়া যায়না ওয়াকিল মন্ডলকে। অনেক খোঁজাখুঁজি করেন সকলেই। কোনও লাভ হয়না। সবাই ফিরে আসেন ভাগলপুরের গ্রামে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মেলায় একাধিক প্রাণহানির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা ধরে নেন মৃত্যু হয়েছে ওয়াকিল মন্ডলের। এই প্রসঙ্গে অম্বরিশ বাবু জানিয়েছেন, অবশেষে বাংলার মাটি থেকে হ্যাম রেডিও হাত ধরে বাড়ি ফিরতে চলেছেন ওয়াকিল। ট্রেন ধরেছেন তাঁর চার ছেলে। বুধবার তারা এসে পৌঁছাবেন শ্রীরামপুরে। বৃহস্পতিবার ওয়াকিলকে সঙ্গে নিয়ে রওনা হবেন কাহেলগাঁও-এর উদ্দেশে।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: আশা ছেড়ে ছিল পরিবার! কুম্ভে নিঁখোজ বৃদ্ধ উত্তরপাড়া থেকে ফিরছেন বিহারে
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement