• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • খদ্দের সেজে মোবাইল কিনতে এসে মোবাইল চুরির চেষ্টা

খদ্দের সেজে মোবাইল কিনতে এসে মোবাইল চুরির চেষ্টা

Representational Image

Representational Image

খদ্দের সেজে মোবাইল কিনতে এসে মোবাইল চুরির চেষ্টা। পাকড়াও দুই দুষ্কৃতী। হাওড়ার লিলুয়ার জগদীশপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

 • Share this:

  #লিলুয়া: খদ্দের সেজে মোবাইল কিনতে এসে মোবাইল চুরির চেষ্টা। পাকড়াও দুই দুষ্কৃতী। হাওড়ার লিলুয়ার জগদীশপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

  আরও পড়ুন: দীর্ঘ ২২ বছরের টানাপোড়েনের পর ঘরে ফিরল মেয়ে, আনন্দে বাঁধ ভেঙছে চোখের জল

  স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ১০টা নাগাদ তিনজন যুবক বাইকে করে দেবেশ চক্রবর্তীর দোকানে আসে। এরপর মোবাইল কেনার নাম করে তিনটি দামী মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করে তারা। দোকানের মালিক বাধা দিতে গেলে, তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে দোকান ছেড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্ত বাইক স্টার্ট না হওয়ায়, স্থানীয়রা দু’জনকে ধরে ফেলে। তবে অন্যজন পালিয়ে যায়।

  আরও পড়ুন: নবান্নের নিরাপত্তা আরও জোরদার, বসানো হচ্ছে অপটিকাল ফাইবার স্কোপ

  এরপর পুলিশের হাতে দুই দুষ্কৃতীকে তুলে দেওয়া হয়। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও একটি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, রবিবার সন্ধেয় তিন দুষ্কৃতী একবার ওই দোকানে এসেছিল।

  First published: