Murshidabad News: ‘মীরজাফরের বংশধর’ হলেও তিনি এখনও প্রণাম করেন সিরাজকে! বাংলার ছোটে নবাবের দিন যেমন কাটছে...
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Murshidabad News: একদা ছোটে নবাব হিসেবে পরিচিত তিনি। বলতেও চান না নিজেকে মীরজাফরের বংশধর।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: একদা ছোটে নবাব হিসেবে পরিচিত তিনি। নিজেকে মীরজাফরের বংশধর হিসেবে পরিচয়ও দিতে চান না। ৭০ বছরের বেশি বৃদ্ধ রেজা আলি মির্জা। মীরজাফরের বংশধর হলেও এখনও তিনি সিরাজ কে প্রণাম করেন। মীরজাফরের বংশধর নন, নবাব পরিবারের বংশধর হিসেবেই পরিচিতি দেন তিনি নিজেকে।
নবাবি ঘরানায় বসবাস করেন রেজা আলি মির্জা। লালবাগ শহরের অদূরেই তাঁর বাসভবন। বর্তমানে হাজারদুয়ারি অনেকেই দেখতে আসেন। পর্যটকের ওপর নির্ভরশীল হয়েই হাজারদুয়ারিকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটনক্ষেত্র। আর একটা সময় বাংলা বিহার ওড়িশার রাজধানী ছিল মুর্শিদাবাদ।
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা’র সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের সঙ্গে যুদ্ধের সময়, সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। এই সূত্রে যে কোন বিশ্বাসঘাতককে বাংলা ভাষায় ‘মীরজাফর’ হিসেবে অভিহিত করা হয়। আর সেই মীরজাফরের বংশধর আছেন মুর্শিদাবাদে।
advertisement
advertisement
আরও পড়ুন : শীতে দিনের এই ‘বিশেষ’ সময়ে খান রুটি-গুড়! পালাবে সর্দিকাশি, পেটের রোগ
মুর্শিদাবাদ জেলার অন্যতম পরিচিত মানুষ ছোটে নবাব হিসেবেই পরিচিত রেজা আলি মির্জা। কিন্তু তিনি আসলে মীরজাফরের বংশধর। রেজা আলি মির্জার কথায়, ‘‘ আমি প্রচলিত ইতিহাসকে মানি না। সিরাজউদ্দৌলাকে মারার জন্য একজনই ছিলেন-ঘসেটি বেগম। ইতিহাস পরিবর্তন হয়েছে। আমাদের পরিবার ব্রিটিশের হাতে নবাব ছিল। ফলে আমরা নবাব পরিবারের তকমা নিয়ে বেঁচে আছি।’’
advertisement
আরও পড়ুন : ফ্রিজে বা বাইরে এভাবে রাখুন ধনেপাতা! অনেক দিন তাজা ও মুচমুচে থাকবে
রেজা আলি মির্জা আগে চাকরি করলেও এখন তিনি অবসরপ্রাপ্ত। যদিও রাস্তাঘাটে অনেকেই তাঁকে ‘মীরজাফরের বংশধর’ বলেন। তা যদিও তিনি গুরুত্ব দেন না। তাই দুঃখ হয় না বলেই জানান তিনি। রেজা আলি মির্জার কথায়, ‘‘কে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছেন, জানি না। তবে আমি বর্তমানে আজও সিরাজউদ্দৌলাকে প্রণাম করি। তিনি স্বাধীন নবাব ছিলেন একটা সময়ে। আমার বাড়িতে ছবি আছে, মাল্যদান করি।’’
advertisement
তাঁর প্রশ্ন, কীভাবে মারা গিয়েছেন সিরাজউদ্দৌলা, সেটা কি কোথাও লেখা আছে? তাঁর অভিযোগ, প্রকৃত ইতিহাস ঢাকা পড়ে গিয়েছে। ২৫০ বছরের পুরনো ইতিহাস মানুষের মন থেকে মোছা যায় না। যদিও মীরজাফরের বংশধরের হলেও মানুষের মধ্যে ছোটে নবাব হিসেবেই বেঁচে থাকতে চাইছেন রেজা আলি মির্জা ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2024 7:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ‘মীরজাফরের বংশধর’ হলেও তিনি এখনও প্রণাম করেন সিরাজকে! বাংলার ছোটে নবাবের দিন যেমন কাটছে...