তৃণমূল কর্মীদের উপর বেজায় চটলেন শোভনদেব! দিলেন দল থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি, হঠাৎ কী হল মন্ত্রীর?

Last Updated:

Sovandeb Chattopadhyay: খড়দহে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান চলাকালীন বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক অনুষ্ঠানের হল থেকে বেরিয়ে যাচ্ছিলেন। কর্মী সমর্থকদের এহেন আচরণে ক্ষুব্ধ হন বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

শোভনদেব চট্টোপাধ্যায়
শোভনদেব চট্টোপাধ্যায়
খড়দহ, উত্তর ২৪ পরগনা, সুবীর দে: খড়দহে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তৃণমূল কর্মীদের ধমকালেন মন্ত্রী তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘অনুষ্ঠান ছেড়ে যারা বেরিয়ে যাচ্ছেন তাঁরা দল থেকেই বেরিয়ে যান’।
শুক্রবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার খড়দহ পৌরসভার রবীন্দ্র ভবন হলে খড়দহ বিধানসভার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, খড়দহ বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় বন্য শূকরের হামলায় মৃত ২ পরিবারের পাশে বন দফতর! দেওয়া হল ৫ লক্ষ টাকার চেক, মিলল চাকরির আশ্বাস
অনুষ্ঠান চলাকালীন বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক অনুষ্ঠানের হল থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তৃণমূল কর্মী সমর্থকদের এহেন আচরণে ক্ষুব্ধ হন বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে তৃণমূল কর্মী সমর্থকদের ধমকের সুরে হুঁশিয়ারি দিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী। বললেন, মিটিং চলাকালীন যারা বাইরে যাচ্ছেন তারা দল থেকেই পুরোপুরি বাইরে চলে যাবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘সিপিএম আমলে টিকটিকি, গিরগিটি, পিঁপড়ের ডিম খেয়েছে মানুষ, উন্নয়ন দিদির হাতেই’! ছাব্বিশের ভোটের আগে চাঞ্চল্যকর মন্তব্য সাংসদ শর্মিলা সরকারের
মঞ্চে বক্তৃতা চলাকালীন কয়েকজনলে অনুষ্ঠানস্থল ছেড়ে বেড়িয়ে যেতে দেখে মেজাজ হারান মন্ত্রী শোভনদেব। মাইক হাতে সঙ্গে সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলে উঠলেন, ‘দাঁড়ান দাঁড়ান কেন বাইরে জাচ্ছেম। মিটিং চলাকালীন বাইরে যেতে হলে চিরকালের জন্যে বাইরে যাবেন। কোন শৃঙ্খলা নেই। যার যখন ইচ্ছা হবে চলে যাবেন উঠে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তৃণমূল কর্মীদের উপর বেজায় চটলেন শোভনদেব! দিলেন দল থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি, হঠাৎ কী হল মন্ত্রীর?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement