Minakshi Mukherjee: আরজি কর আবহেই দুর্গাপুরে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা, ছুটে গেলেন মীনাক্ষী! নিশানায় সেই পুলিশ, কী এমন ঘটল?

Last Updated:

Minakshi Mukherjee: দুর্গাপুরে এসে প্রথমেই তিনি যান বিমল দাশগুপ্ত ভবনে। সেখানে দলের অন্যান্য নেতৃত্বের সঙ্গে কথা বলেন।

+
বিমল

বিমল দাশগুপ্ত ভবনে মীনাক্ষী মুখার্জি।

দুর্গাপুর: বুধবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরে মিছিল করছিল ডিওয়াইএফআই। সেই সময় মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে। শুরু হয় হাতাহাতি, ইট বৃষ্টি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা। হয় বোমাবাজি। বামেদের দুর্গাপুরের কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনেও হামলা চালানোর অভিযোগ ওঠে। আর তারপরেই দুর্গাপুর হাজির ডিওয়াইএফআই-এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
এদিন দুর্গাপুরে এসে প্রথমেই তিনি যান বিমল দাশগুপ্ত ভবনে। সেখানে দলের অন্যান্য নেতৃত্বের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ তোলেন, তাদের মিছিলে হামলা চালানো হয়েছে। কিন্তু আরজি কর কাণ্ডের এই প্রতিবাদ চলবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাম নেত্রী। একইসঙ্গে মিছিলে হামলা চালানো নিয়ে পুলিশের ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন তিনি।
advertisement
advertisement
অন্যদিকে দুর্গাপুরে বিমল দাশগুপ্ত ভবন থেকে বেরিয়ে মীনাক্ষী  যান আসানসোলে। সেখানে আরজি কর কাণ্ডের প্রতিবাদে বামেদের তরফ থেকে একটি অবস্থান-বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চ থেকে এই ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মীনাক্ষী। প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। একইসঙ্গে তিনি বলেন, শুধু আরজি কর নয়, নারী নিগ্রহের ঘটনা বিভিন্ন জায়গায় চলছে।
advertisement
উল্লেখ্য, গত বুধবার দুপুরের পর হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর। বামেদের মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। তার মধ্যেই দুর্গাপুরের বাম কার্যালয়ে হাজির হয়েছিলেন বাম নেত্রী। সেখান থেকে বুধবারের ঘটনা তীব্র সমালোচনা করেছেন মীনাক্ষী। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও।
advertisement
—- নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Minakshi Mukherjee: আরজি কর আবহেই দুর্গাপুরে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা, ছুটে গেলেন মীনাক্ষী! নিশানায় সেই পুলিশ, কী এমন ঘটল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement