খাবারের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর নাবালিকা ছাত্রীর সঙ্গে এ কী করল প্রতিবেশী! পুলিশের জালে

Last Updated:

মিনাখার নিমিচিতে চতুর্থ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ইসমাইল গাজী গ্রেফতার। পুলিশ তদন্তে, বসিরহাট আদালতে পেশ ও তিন দিনের হেফাজতের আবেদন।

News18
News18
অনুপম সাহা, মিনাখা:  উত্তর ২৪ পরগনার মিনাখা থানার নিমিচি এলাকায় চাঞ্চল্য। চতুর্থ শ্রেণীর এক নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল প্রতিবেশী ইসমাইল গাজী (৫৪)।
পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে ওই নাবালিকাকে রাস্তার ধারের একটি জঙ্গলে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই ঘটে নির্যাতনের ঘটনা। শিশুটির চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা ও পরিবারের সদস্যরা। তাদের দেখে পালিয়ে যায় ইসমাইল।
advertisement
পরিবার নাবালিকাকে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারি পরীক্ষা করায়। পরে মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার গভীর রাতে গ্রেপ্তার হয় অভিযুক্ত।
advertisement
আজ, মঙ্গলবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তিন দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। এদিকে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার পাশাপাশি আদালতে তার গোপন জবানবন্দি রেকর্ড করা হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খাবারের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর নাবালিকা ছাত্রীর সঙ্গে এ কী করল প্রতিবেশী! পুলিশের জালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement