মাফিয়াদের কাছ থেকে বাজেয়াপ্ত কোটি কোটি টাকার বালি, নিলাম হবে পুজোর পর
- Published by:Aryama Das
Last Updated:
Viral Video : কুড়ি কোটি টাকার মতো আয় হবে বলে আশা করছে জেলা প্রশাসন
#পূর্ব বর্ধমান: নিষেধাজ্ঞা অমান্য করেই বালি তোলার কাজ চালিয়ে যাচ্ছিল মাফিয়ারা। চলছিল ওভারলোডিং। বেআইনিভাবে চলছিল বালি মজুত। তার বিরুদ্ধে চলছিল ধারাবাহিক অভিযান। সেই অভিযানে প্রচুর বালি বাজেয়াপ্ত করেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সেই বালি পুজোর পর নিলামে তোলা হবে। তা থেকে কুড়ি কোটি টাকার মতো আয় হবে বলে আশা করছে জেলা প্রশাসন। সেই টাকা জমা পড়বে সরকারি কোষাগারে।
On Dehradun-Rishikesh Highway.... Both are lucky ☺️☺️ pic.twitter.com/NNyE4ssP19
— Susanta Nanda IFS (@susantananda3) September 21, 2022
advertisement
বর্ষার মরশুমে বালি তোলা নিষিদ্ধ। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে নদীর বুকে জেসিবি মেশিন বসিয়ে বালি তোলার কাজ চালিয়ে যাচ্ছিল বালি মাফিয়ারা। শুধু তাই নয়, অনেকেই নির্দিষ্ট পরিমাণের বাইরে অতিরিক্ত অনেক বেশি বালি মজুত করেছিল। সেই অতিরিক্ত মজুত করা বালি বাজেয়াপ্ত করেছে জেলা প্রশাসন। জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে বালিঘাট মালিকরা বালি মজুদ করতে পারে। কিন্তু কতটা পরিমান বালি মজুত করা যাবে তা নির্দিষ্ট করা আছে। কিন্তু দেখা গেছে তার বাইরেও অনেকে পাহাড় প্রমাণ বালি মজুত করে এই সময় চড়া দামে বিক্রি করছিল। ধারাবাহিক অভিযান চালিয়ে সেই অতিরিক্ত বালি বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, "ঘাট মালিকরা কত পরিমান বালি মজুত করতে পারবে তা তাঁদের চুক্তিপত্রে লেখা থাকে। তারপরেও অনেকে সেই চুক্তি অমান্য করে বাড়তি বালি মজুত করেছিল। প্রশাসনিক আধিকারিকরা স্টক পয়েন্টগুলিতে অভিযান চালিয়ে মাপজোক করেন। যারা অতিরিক্ত বালি মজুত করেছিল তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বালির ঘাটগুলিতে ড্রোন উড়িয়ে নজরদারিও চালানো হবে।
advertisement
পূর্ব বর্ধমান জেলার অজয় দামোদর থেকে প্রচুর পরিমাণে বালি ওঠে। তাই এই দুই নদীতে বালি তোলার কাজে সক্রিয় মাফিয়া চক্র। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রায়না, মঙ্গলকোট, জামালপুর আউশগ্রামের ভেদিয়া এলাকায় সবচেয়ে বেশি বা করা হয়েছে। এই এলাকাগুলিতে বেশ কিছু বেআইনি বালি খাদান আছে বলেও অভিযোগ। শুধু তাই নয়, অনেক বালিঘাট মালিক তার নির্দিষ্ট করে দেওয়া এলাকার বাইরে থেকেও প্রচুর বালি তুলে নিচ্ছিলেন বলে অভিযোগ। এছাড়াও বেশ কিছু ওভারলোড গাড়ি আটক করা হয়েছে। তা থেকেও জরিমানা হিসেবে মোটা টাকা আদায় করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2022 5:50 PM IST