Viral Video || সাইকেল আরোহীকে আক্রমণ চিতাবাঘের! পুরনো ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠল নেটিজেনরা
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Viral Video : ভিডিওতে কয়েক সেকেন্ডের মধ্যে একটি চিতাবাঘকে ঝোপ থেকে লাফিয়ে লোকটির ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায়
#নিউদিল্লি: একজন সাইকেল আরোহীর উপর লাফিয়ে পড়ল চিতাবাঘ। মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়েছে। ২০২২-এর জুনের পুরনো ক্লিপটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছিল। ক্লিপটি IFS অফিসার সুশান্ত নন্দা টুইটারে শেয়ার করেছেন। এটি আপনার মেরুদণ্ডে কাঁপুনি দিতে বাধ্য।
On Dehradun-Rishikesh Highway.... Both are lucky ☺️☺️ pic.twitter.com/NNyE4ssP19
— Susanta Nanda IFS (@susantananda3) September 21, 2022
advertisement
ক্লিপটি শুরু হয় একটি বনের মধ্য দিয়ে, হাইওয়ে ধরে সাইকেল চালিয়ে একজন ব্যক্তিকে কেন্দ্র করেই। ভিডিওতে কয়েক সেকেন্ডের মধ্যে একটি চিতাবাঘকে ঝোপ থেকে লাফিয়ে লোকটির ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। লোকটি অক্ষত অবস্থায় পালিয়ে যায় এবং চিতাবাঘটিও বনে ফিরে যায়।
advertisement
ভয়ঙ্কর ভিডিও দেখে চক্ষু কপালে উঠেছে নেটিজেনদের। হাজার হাজার ভিউ এসেছে ভিডিওতে।
Location :
First Published :
September 22, 2022 5:08 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video || সাইকেল আরোহীকে আক্রমণ চিতাবাঘের! পুরনো ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠল নেটিজেনরা