Migrant Worker: পরিযায়ী শ্রমিকদের মৃত্যুমিছিল যেন! তাঁবুর উপর পড়ল গাড়ি... মর্মান্তিক পরিণতি বাংলার ছেলের

Last Updated:

Migrant Worker: আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। পরিযায়ী শ্রমিকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সাগরের কোম্পানিছাড় এলাকায়। মৃত ব্যক্তির নাম সঞ্জয় মাইতি।

বাড়িতে আনা হচ্ছে সঞ্জয়ের দেহ
বাড়িতে আনা হচ্ছে সঞ্জয়ের দেহ
গঙ্গাসাগর: আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। বাড়ি, দক্ষিণ ২৪ পরগনার সাগরের কোম্পানিছাড় এলাকায়। মৃত ব্যক্তির নাম সঞ্জয় মাইতি।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বাড়ি থেকে অসমের করিমগঞ্জে বোরিং-এর কাজে গিয়েছিলেন সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন কোম্পানীছাড় এলাকার যুবক সঞ্জয় মাইতি। বৃহস্পতিবার বিকেলে কাজের জায়গায় তাঁবুতে ছিলেন তিনি।
advertisement
advertisement
হঠাৎ পাশ দিয়ে একটি সিমেন্টভর্তি ট্রাক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই তাঁবুর উপরে পড়ে। তখনই গুরুতর আহত অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যায় অন্যান্য শ্রমিকরা।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই যুবকের মৃতদেহের ময়নাতদন্তের পর রবিবার দুপুরে মৃতদেহটিকে তাঁর বাড়িতে আনা হয়েছে। ওই যুবকের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল সে।
advertisement
স্ত্রী ও দুই নাবালক ছেলে- মেয়েকে নিয়ে তাঁর সংসার। বাড়ির একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অথৈ জলে পড়েছে পরিবারটি। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। এই নিয়ে গত ছয় মাসে শুধুমাত্র সাগর এলাকা থেকে একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি গুরত্ব দিয়ে দেখছে প্রশাসন।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migrant Worker: পরিযায়ী শ্রমিকদের মৃত্যুমিছিল যেন! তাঁবুর উপর পড়ল গাড়ি... মর্মান্তিক পরিণতি বাংলার ছেলের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement