সিঙ্গাপুর থেকে কালনায় এসেছে টিয়াপাখির দল! সামনের মাসে হবে গণনা

Last Updated:

Migrant Bird: খামখেয়ালি শীত। তবে সাতসমুদ্র পেরিয়ে পাখিরা এবারও এল।

কালনা: সিঙ্গাপুর থেকে কালনার ছাড়িগঙ্গায় এসেছে টিয়া পাখির দল। এছাড়াও রয়েছে গ্রে হেরন সহ বেশ কয়েকটি প্রজাতির পরিযায়ী পাখি। এবারই প্রথম কালনার ছাড়িগঙ্গায় ভিড় করেছে পরিযায়ী পাখিরা। তাদের বৈচিত্র বাড়তে থাকায় উৎসাহিত বন দফতর। গ্রে হেরন ছাড়াও ঘুঘু, বুলবুলির মতো পাখিও দেখা গিয়েছে ওই জলাশয়ে।
বন দফতরের কাটোয়া রেঞ্জের দাবি, শুরুতে ১৪টি প্রজাতির পাখি নজরে এসেছিল। এখন উচ্চ ক্ষমতাসম্পন্ন লেন্সে চোখ রেখে ছাড়িগঙ্গায় ২৯টি প্রজাতির পাখির ঘোরাফেরা দেখা গিয়েছে।
আরও পড়ুন- দিনের বেলা এ কী কাণ্ড দিঘার কাছে! বন্দুক-ছুরি হাতে ওরা কারা? নিমেষেই সব সাফ
মহকুমাশাসক (কালনা) সুরেশকুমার জগৎ জানিয়েছেন, বন দফতর ছাড়িগঙ্গায় আসা পাখির সংখ্যা গুনে দেখবে। তার পরে কাটোয়া রেঞ্জের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি রিপোর্ট দেওয়া হবে। এর পরেই পাখিদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হবে।
advertisement
advertisement
বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এই মরশুমের শুরুর দিকে গ্রাউন্ড সোয়ান, নর্দান সোভলার, ব্রাউন স্রাইক, রেড ব্রেস্টেড প্যারাকেট, রোজ রিং প্যারটের মতো ১৫টি প্রজাতির পাখিকে জলাশয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। বন দফতরের কাটোয়া রেঞ্জের তরফে রাজেন চন্দ্র জানান, এখন সব মিলিয়ে মোট ২৯টি প্রজাতির পাখি দেখা গিয়েছে।
এবার শীতের শুরুতেই কালনার ছাড়িগঙ্গায় পরিযায়ী পাখিদের ভিড়ে দেখা যায়। তাতে পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। কচুরিপানার ভিতরে থাকছে পরিযায়ী পাখির দল। তাদের টানে ভিড় করছেন অনেকেই।
advertisement
পাখিদের নতুন ঠিকানার বিষয়টি নজরে আসার পরই বন দফতর, পুরসভা এবং মহকুমা প্রশাসন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক হয়েছে। ইতিমধ্যেই এই পরিযায়ী পাখিদের চোরা শিকারিদের হাত থেকে বাঁচাতে এলাকার বাসিন্দাদের সচেতন থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন- ফের নিম্নমুখী বীরভূমের পারদ, আগামী ২৪ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া? জানুন পূর্বাভাস
এই পাখিদের যাতে অযথা বিরক্ত করা না হয় তা নিশ্চিত করতে এলাকায় পোস্টার ব্যানার টানানো হয়েছে। উচ্চস্বরে মাইক বাজানো বন্ধ করা হয়েছে। এ বছর পাখি গণনার মধ্যে ছাড়িগঙ্গাকেও অন্তর্ভুক্ত করেছে বন দফতর। ফেব্রুয়ারি মাসে সেই পাখি গণনা হবে। ঠিক কত ধরনের পাখি এলো তা চূড়ান্ত  ভাবে জানা যাবে তারপরই।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিঙ্গাপুর থেকে কালনায় এসেছে টিয়াপাখির দল! সামনের মাসে হবে গণনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement