Digha Death : ইয়াস পরবর্তী দিঘায় বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তলিয়ে গেল লিলুয়ার দুই পর্যটক...

Last Updated:

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম নুর মহম্মদ মিরজা ও মইদুল নস্কর। হাওড়ার লিলুয়া জগদীশপুর এলাকা থেকে চার বন্ধু বেড়াতে গিয়েছিলেন দিঘায় (Digha)। মঙ্গলবার দুপুরে সমুদ্রে নেমে তলিয়ে (Drowning Death) যান এঁদের মধ্যে দু'জন (Tourist)।

জানা গিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস এর পর পরেই দিঘার সমুদ্রে বেড়াতে যায় হাওড়ার লিলুয়ার চার বন্ধু। মঙ্গলবার ওল্ড দিঘার সমুদ্রে নামেন তাঁরা। সমুদ্রের জলোচ্ছাস এদিন অত্যন্ত বেশি থাকায় তাঁদের জলে নামতে নিষেধ করা হয়। নুলিয়ারা তাঁদের দেখতে পেয়ে সমুদ্রে নামতে বাধা দেন। এর পর সেই জায়গা এড়িয়ে ওই ৪ পর্যটক দিঘার সমুদ্রের বিপজ্জনক চাতালে স্নান করতে নেমে পড়েন। ওল্ড দিঘার সি হক ঘোলায় উত্তাল সমুদ্রে নেমে পড়েন দু'জন। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা জলে তলিয়ে যেতে থাকেন। নুলিয়ারা দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে ছুটে আসেন। কিন্তু কিছুক্ষনের মধ্যেই স্নানে নামার পরেই সমুদ্রের প্রবল ঢেউ ও জলোচ্ছাসে তলিয়ে যায় দু'জন।
advertisement
পরপর দুজনকে জল থেকে নুলিয়ারা তুললেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানানো হয়। বরাত জোরে বেঁচে যান চার বন্ধুর অন্য দুজন। পুলিশের অনুমান পর্যটকদের দলটি মদ্যপ ছিল বলেই এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার। চার বন্ধুর মধ্যে দু'জন বিচ লাগোয়া এলাকায় ছিল বলেই প্রাণে বেঁচে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা। নুলিয়ারা জানিয়েছেন, ডুবে যাওয়া পর্যটকরা মত্ত অবস্থায় ছিলেন। পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Death : ইয়াস পরবর্তী দিঘায় বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তলিয়ে গেল লিলুয়ার দুই পর্যটক...
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement