Digha Death : ইয়াস পরবর্তী দিঘায় বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তলিয়ে গেল লিলুয়ার দুই পর্যটক...

Last Updated:

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম নুর মহম্মদ মিরজা ও মইদুল নস্কর। হাওড়ার লিলুয়া জগদীশপুর এলাকা থেকে চার বন্ধু বেড়াতে গিয়েছিলেন দিঘায় (Digha)। মঙ্গলবার দুপুরে সমুদ্রে নেমে তলিয়ে (Drowning Death) যান এঁদের মধ্যে দু'জন (Tourist)।

জানা গিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস এর পর পরেই দিঘার সমুদ্রে বেড়াতে যায় হাওড়ার লিলুয়ার চার বন্ধু। মঙ্গলবার ওল্ড দিঘার সমুদ্রে নামেন তাঁরা। সমুদ্রের জলোচ্ছাস এদিন অত্যন্ত বেশি থাকায় তাঁদের জলে নামতে নিষেধ করা হয়। নুলিয়ারা তাঁদের দেখতে পেয়ে সমুদ্রে নামতে বাধা দেন। এর পর সেই জায়গা এড়িয়ে ওই ৪ পর্যটক দিঘার সমুদ্রের বিপজ্জনক চাতালে স্নান করতে নেমে পড়েন। ওল্ড দিঘার সি হক ঘোলায় উত্তাল সমুদ্রে নেমে পড়েন দু'জন। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা জলে তলিয়ে যেতে থাকেন। নুলিয়ারা দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে ছুটে আসেন। কিন্তু কিছুক্ষনের মধ্যেই স্নানে নামার পরেই সমুদ্রের প্রবল ঢেউ ও জলোচ্ছাসে তলিয়ে যায় দু'জন।
advertisement
পরপর দুজনকে জল থেকে নুলিয়ারা তুললেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানানো হয়। বরাত জোরে বেঁচে যান চার বন্ধুর অন্য দুজন। পুলিশের অনুমান পর্যটকদের দলটি মদ্যপ ছিল বলেই এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার। চার বন্ধুর মধ্যে দু'জন বিচ লাগোয়া এলাকায় ছিল বলেই প্রাণে বেঁচে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা। নুলিয়ারা জানিয়েছেন, ডুবে যাওয়া পর্যটকরা মত্ত অবস্থায় ছিলেন। পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Death : ইয়াস পরবর্তী দিঘায় বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তলিয়ে গেল লিলুয়ার দুই পর্যটক...
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement