Nandigram: '৮৫ শতাংশ ভোট পড়লেই জিতছি', নন্দীগ্রাম ঘুরে আত্মবিশ্বাসী শুভেন্দু

Last Updated:

এ দিন নন্দীগ্রামের নন্দনায়কবাড়ের বুথে ভোট দেন শুভেন্দু৷ এ বারই নন্দীগ্রাম থেকে ভোটার হয়েছেন বিজেপি নেতা৷

#নন্দীগ্রাম: ভোট দানের হার বেশি মানে তা পরিবর্তনের ইঙ্গিত৷ এমনই দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ তাঁর মতে, ভোটদানের হার যদি ৮৫ শতাংশে পৌঁছয় তাহলে নিশ্চিতভাবেই তিনি জিতবেন৷
এ দিন নন্দীগ্রামের নন্দনায়কবাড়ের বুথে ভোট দেন শুভেন্দু৷ এ বারই নন্দীগ্রাম থেকে ভোটার হয়েছেন বিজেপি নেতা৷ ভোট দেওয়ার পর নন্দীগ্রামে নিজের ভাড়া বাড়িতে তৈরি অস্থায়ী অফিসে কিছুক্ষণ ছিলেন তিনি৷ তার পর অবশ্য গন্ডগোলের খবর পেয়ে কয়েকটি এলাকায় ঘোরেন বিজেপি প্রার্থী৷
এরই ফাঁকে শুভেন্দু বলেন, '৮৫ শতাংশ যদি ভোট পড়ে তাহলে বুঝতে হবে পরিবর্তন হচ্ছে৷ আর যেভাবে ভোট পড়ছে, তাতে ভোটদানের হার ৮৫ শতাংশ ছুঁয়ে ফেলবে বলেই আমার মনে হয়৷ যদি কম ভোট পড়ত, ভোটদানের হার ৬০-৬৫ শতাংশের মধ্যে থাকত তাহলে চিন্তা করতে হত৷' বিজেপি প্রার্থীর অবশ্য দাবি, নন্দীগ্রামে সামগ্রিক ভাবে শান্তিতেই ভোট হচ্ছে৷ শুভেন্দু বলেন, 'শান্তিপূর্ণ ভোট হচ্ছে৷ কেন্দ্রীয় বাহিনী সব শায়েস্তা করে দিয়েছে৷ দু' এক জায়গায় ঝামেলা পাকাতে চেয়েছিল, আমি আগেই খবর পেয়ে গিয়েছি৷ ওদের মধ্যে এখনও আমার লোক আছে৷'
advertisement
advertisement
এ দিন সকাল থেকেই নন্দীগ্রামে ভোটদাতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে৷ পুরুষ ভোটারদের পাশাপাশি প্রচুর সংখ্যক মহিলা ভোটাররাও সকাল থেকে বুথের বাইরে লাইনে দাঁড়িয়েছেন৷
প্রথম দফার ভোটেও সব কেন্দ্রেই ভোটদানের হার যথেষ্ট বেশি ছিল৷ সেদিন অবশ্য তৃণমূল নেতা এবং রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও দাবি করেছিলেন, ভোটদানের হার বেশি হলে তা শাসক দলের প্রতি সমর্থনের ইঙ্গিত৷ ভোট দানের হার কম হলেই তা প্রতিষ্ঠান বিরোধিতার ইঙ্গিত বলে দাবি করেছিলেন সুব্রতবাবু৷ বেশি ভোটদানের হার আসলে কাকে সমর্থনের ইঙ্গিত, তা অবশ্য জানা যাবে আগামী ২ মে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: '৮৫ শতাংশ ভোট পড়লেই জিতছি', নন্দীগ্রাম ঘুরে আত্মবিশ্বাসী শুভেন্দু
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement