Nandigram: নন্দীগ্রামে ১৪৪ ধারা, অগ্নিপরীক্ষার আগে শ্মশানের নিস্তব্ধতা ভেঙে রুটমার্চের শব্দ

Last Updated:

আজ বুধবার ও আগামিকাল এই ধারা বলবৎ থাকবে।

#নন্দীগ্রাম: যেন আগ্নেয়গিরি, মুহূর্তে লাভা উদগীরণ করবে, এক কথায় নন্দীগ্রামের অবস্থাটা ঠিক এমনই। একে তো প্রার্থীদের ধার-ভার, তারপর নন্দীগ্রামের দীর্ঘ রক্তক্ষয়ী ইতিহাস, সব মিলিয়েই প্রমাদ গুণছে নির্বাচন কমিশন। তাই আগেভাগেই কোনও ঝুঁকি না নিয়ে ১৪৪ ধারা  জারি করল কমিশন। আজ বুধবার ও আগামিকাল এই ধারা বলবৎ থাকবে। শুধু নন্দীগ্রামই নয়, পূর্ব মেদিনীপুরের মোট ৯টি কেন্দ্রেই এই ১৪৪ ধারা বজায় রাখা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে নন্দীগ্রাম সীমান্তও।
সূত্রের খবর, ভোটের দিনে নন্দীগ্রামে বিশেষ নজরদারি চালাবেন দুই আইপিএস অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠী , প্রবীণ ত্রিপাঠী। এছাড়াও চলবে হেলিকপ্টারে নজরদারি।  ৩৫৫টি কেন্দ্রের  অন্তত অর্ধেকে থাকবে লাইভ ক্যামেরার নজরদারি। নন্দীগ্রামের যেসব এলাকায় ১টি বুথ রয়েছে সেখানে ৮জন জওয়ান থাকবেন, যেখানে ২ টি বুথ রয়েছে সেখানে ১৬ জন জওয়ান থাকবেন আগামিকাল।
আজ সকাল থেকেই নন্দীগ্রামের রাস্তায় রাস্তায় অটোয় করে স্থানীয় মানুষজনকে সতর্কতা জারি করতে দেখা যায় প্রশাসনকে।   এক  এবং দুই নং ব্লকে বসবাসকারী  জনসাধারণকে জানানো হয়, তাঁরা যেন রাস্তাঘাট এবং বাজারহাটে ভিড় না জমান! পাশাপাশি আগামিকাল ভোটদানের সময়ে মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বিধি মানার ব্যাপারেও মাইকিং করে নির্দেশ দেওয়া হয়। আজ সকাল থেকেই টেঙ্গুয়ামোড়, বিরুলিয়া বাজারের মতো জমজমাট অঞ্চলগুলি শুনশান। যদিও রঙ্কিনীপুর সামসাবাদের মতো কয়েকটি এলাকায়  তৃণমূল কর্মীদের হুমকি দেওয়া ঘটনা রয়েছে।
advertisement
advertisement
জায়গায় জায়গায় রুটমার্চ করছে আধাসেনা। যাদের নামে পুলিশে অভিযোগ রয়েছে তাদের বা়ড়িতে গিয়ে সতর্কও করে দিয়ে আসা হচ্ছে। এরই পাশাপাশি বিশেষ নজর রাখা হচ্ছে জলপথে।  নন্দীগ্রামের নদীপথের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভোট পরিকল্পনার কথা নিউজ এইট্টিনকে জানিয়েছেন পুর্ব মেদিনীপুরের জেলাশাসক স্মিতা পান্ডে। তাঁর কথায়, নন্দীগ্রামের নদী পথগুলিতে বাড়তি সতর্কতা জারি থাকবে। সুষ্ঠ ভোট পরিচালনার লক্ষ্যে নন্দীগ্রামের নদী পথ এবং খেয়াঘাটে পুলিশের টহলদারির পাশাপাশি খেয়াঘাটে ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: নন্দীগ্রামে ১৪৪ ধারা, অগ্নিপরীক্ষার আগে শ্মশানের নিস্তব্ধতা ভেঙে রুটমার্চের শব্দ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement