#খেজুরি : খেজুরিতে উদ্ধার হলুদ রঙের কচ্ছপ(Turtle rescued)! মাছ ধরার জালে ধরা পড়া বিরল প্রজাতির কচ্ছপকে ঘিরে শোরগোল শুরু হয়েছে খেজুরিতে। বৃহস্পতিবার বিরল প্রজাতির ওই হলুদ কচ্ছপটি ধরা পড়েছে সুবিমল বেরা নামে এক ব্যক্তির জালে।
তালপাটি ঘাট কোস্টাল থানার খেজুরি গ্রামের বাসিন্দা সুবিমল বেরার মাছ ধরার বাঁকি জালেই আজ ধরা পড়েছে কচ্ছপটি। স্থানীয়রা যোগাযোগ করার পর খেজুরি বনবিভাগের আধিকারিকরা সুরক্ষিত রাখার জন্য হলুদ কচ্ছপটিকে সংগ্রহ করে নিয়ে গিয়েছে।
এর আগে গতবছর জুলাই মাসে এমনই একটি হলুদ কচ্ছপের সন্ধান পাওয়া যায় ওড়িশার বালাসোরে। ভুবনেশ্বর থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত ওড়িশার বালাসোর জেলার একটি গ্রামের বাসিন্দারা ওই কচ্ছপ উদ্ধার করে। হলুদ রঙের ওই বিরল প্রজাতির কচ্ছপটি ভেসে এসেছিল সমুদ্র সৈকতে।
পরে সেটিকেও বন্যপ্রাণ বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেয় সেখানকার স্থানীয় বাসিন্দারা। বনবিভাগ আধিকারিকদের মতে এমন উজ্জ্বল হলদে রঙের কচ্ছপ সাধারণত অমিল। উদ্ধার করা কচ্ছপের পুরো খোলস এবং দেহটি হলুদ। এটি একটি বিরল কচ্ছপ এমনটাই মনে করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Khejuri, Turtle rescue