Mamta Banerjee in Nandigram: অগ্নিগর্ভ নন্দীগ্রাম, বুথের ভিতরে এক ঘণ্টা আটকে মমতা! কমিশনের ভূমিকায় প্রশ্ন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রী পৌঁছতেই বয়াল এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ হাতে ইট, বাঁশ, লাঠি নিয়ে বুথের বাইরে জড়ো হয়ে যান শয়ে শয়ে তৃণমূল ও বিজেপি সমর্থক৷
#নন্দীগ্রাম: বুথের ভিতরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ যিনি আবার ওই কেন্দ্রেরই প্রার্থী৷ অথচ বুথের বাইরে লাঠি, বাঁশ হাতে জড়ো হয়ে গিয়েছেন শয়ে শয়ে লোক৷ দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর৷ পুলিশের সংখ্যাও অপর্যাপ্ত৷ আর এই অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য টানা প্রায় এক ঘণ্টা বুথের ভিতরেই আটকে থাকতে হল রাজ্যের মুখ্যমন্ত্রীকে৷ এমনই বেনজির ছবির সাক্ষী থাকল নন্দীগ্রাম৷ ঘটনাস্থল থেকেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা হয় বলে খবর৷
এ দিন সকাল থেকে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপরে শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছিল নন্দীগ্রামে৷ কিন্তু বেলা একটার পর রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়াল প্রাথমিক স্কুলের ৭ নম্বর বুথে যান৷ সকাল থেকেই ওই এলাকায় তৃণমূল সমর্থকরা ভোট দিতে পারছিলেন না বলে অভিযোগ৷ এই খবর পেয়েই ওই বুথে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছতেই বয়াল এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ হাতে ইট, বাঁশ, লাঠি নিয়ে বুথের বাইরে জড়ো হয়ে যান শয়ে শয়ে তৃণমূল ও বিজেপি সমর্থক৷ কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দেখা যায়নি৷ বুথের ভিতরে আধাসেনা থাকলেও বাইরে কেন্দ্রীয় বাহিনীর কোনও জওয়ানকে কেন দেখা গেল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ পুলিশ বাহিনীও পর্যাপ্ত সংখ্যায় না থাকায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই সংঘর্ষ বেঁধে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে বুথের বাইরে আনার সাহস পাননি তাঁর নিরাপত্তারক্ষীরা৷
advertisement
advertisement
#WATCH| Slogans were raised after West Bengal CM Mamata Banerjee arrived at the polling booth in Nandigram. pic.twitter.com/uhhSzfOknF
— ANI (@ANI) April 1, 2021
মুখ্যমন্ত্রী পৌঁছনোর প্রায় আধ ঘণ্টা পর সেখানে প্রথমে পৌঁছয় RAF৷ তার পরে আসে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী৷ গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ বুথের ভিতরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, 'আমি চাই মানুষ ভোট দিক৷ কাউকে বিরক্ত করতে চাই না৷' মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, 'এখানে ৮০ শতাংশ ছাপ্পা ভোট পড়ে গিয়েছে৷ আমরা কোর্টে যাব, লিগাল অ্যাকশন নিচ্ছে৷ কেন্দ্রীয় বাহিনী বিজেপি-র কথায় কাজ করছে৷ ওরা স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে কাজ করছে৷ বাইরে সব হিন্দিতে কথা বলছে৷ এরা বাইরের লোক৷'
advertisement
এ দিনের ঘটনার পর প্রশ্ন উঠছে, নন্দীগ্রামের মতো আসনে যে উত্তেজনা ছড়াতে পারে তা আগে থেকেই জানত নির্বাচন কমিশন৷ সেই মতো একাধিক পদক্ষেপ করা হয়েছিল৷ কিন্তু এতকিছুর পরেও কেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেও পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলল না, সেই প্রশ্ন উঠছে৷ পরে অবশ্য় ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2021 2:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamta Banerjee in Nandigram: অগ্নিগর্ভ নন্দীগ্রাম, বুথের ভিতরে এক ঘণ্টা আটকে মমতা! কমিশনের ভূমিকায় প্রশ্ন