Nandigram: এখনই গ্রেফতার করা যাবে না আবু তাহেরকে, হাইকোর্টের নির্দেশে শেষবেলায় স্বস্তি তৃণমূলে

Last Updated:

৭ এপ্রিল পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে এই মামলায়।

#নন্দীগ্রাম: রাত পোহালেই নন্দীগ্রামে ভোট। তার আগের দিন মুখে স্বস্তি পেলেন  আবু তাহের-সহ নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে জড়িত আরও ১৩ জন। আজ, বুধবার দ্বিতীয়ার্ধে বিচারপতি আইপি মুখোপাধ্যায় এ দিন শুনানির পর জানান, নন্দীগ্রাম কাণ্ডে আপাতত আবু তাহের ও অন্য ১৩ জনের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। ৭ এপ্রিল পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে এই মামলায়।
কলকাতা হাইকোর্টের নির্দেশে দিন কয়েক আগেই নন্দীগ্রামে জমি আন্দোলন সংক্রান্ত ১৪ বছরের পুরনো এফআইআর-এর উপরে ভিত্তি করে ফের নতুন করে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয় শেখ সুফিয়ান, আবু তাহেরদের বিরুদ্ধে । ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করে দু' সপ্তাহের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ পেয়েছেন মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান৷ কিন্তু কোনও কবচ না থাকায় উদ্বিগ্ন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভরসা আবু তাহের। দিন দুয়েক আগে ছত্রধর মাহাতোর গ্রেফতারির পর আবু তাহেরের উদ্বেগ চরমে পৌঁছয়। তিনি অভিযোগ করেন বাড়িতে না থাকলেও পর পর চার দিন বাড়িতে হানা দিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷ সেই উদ্বেগই শেষ হতে চলেছে অন্তিম প্রহরে।
advertisement
ডিভিশান বেঞ্চ বলছে ওই মামলায় আপাতত স্টেটাস কুয়ো থাকবে। অর্থাৎ ৭ এপ্রিল পর্যন্ত মামলাটিতে কোনও নতুন গ্রেফতারি করা যাবে না।  বিষয়টি শেষ মুহূর্তে কিছুটা হলেও স্বস্তি জোগাবে তৃণমূল শিবিরকে, এমনটাই মত রাজনৈতিক মহলের।
advertisement
নন্দীগ্রামের যুদ্ধ জয়ে মুখ্যমন্ত্রীর বড় ভরসা আবু তাহের৷  কিন্তু শেষ কিছুদিন তিনি থাকতেই পারেননি প্রচারকার্যে। তৃণমূল নেতার দাবি, তাঁর দেওয়া নির্দেশ অনুযায়ী অনুগামীরা ভোটের যাবতীয় প্রস্তুতি সেরেছে৷ সেই প্রস্তুতির ফল আগামিকাল ফলে কিনা তা দেখার জন্য অপেক্ষমান গোটা বাংলা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: এখনই গ্রেফতার করা যাবে না আবু তাহেরকে, হাইকোর্টের নির্দেশে শেষবেলায় স্বস্তি তৃণমূলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement