‘প্রতিশ্রুতি’ দিয়েও কথা রাখেননি বিজেপি সাংসদ...দাবি পরিবারের, তৃণমূল বিধায়কের উদ্যোগে চিকিৎসা ক্যানসার আক্রান্তের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
TMC MLA Birbaha Hansda helps a Cancer Patient for treatment: ক্যানসার আক্রান্ত তরুণকে কলকাতায় চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে ভর্তি করালেন ঝাড়গ্রামেরই তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা।
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ক্যানসার আক্রান্ত তরুণের চিকিৎসা নিয়ে চাপানউতোর। অভিযোগ, বিজেপি সাংসদ কুনার হেমব্রম আশ্বাস দিলেও চিকিৎসা হয়নি। শেষমেশ চিকিৎসার ব্যবস্থা করলেন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)।
কয়েকমাস আগে ফুটবল খেলতে গিয়ে পা ভাঙে। তারপর ভাঙা পায়ে ক্যানসার। ঝাড়গ্রামের সুশান্ত বেজ তখন থেকে শয্যাশায়ী। অভাবের সংসার। চিকিৎসা করানোর সাধ্য নেই। অভিযোগ বিজেপি আশ্বাস দিলেও ভোট মেটার পরে সুশান্তর চিকিৎসা হয়নি। সেই ক্যানসার আক্রান্ত তরুণকে কলকাতায় চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে ভর্তি করালেন ঝাড়গ্রামেরই তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা। তিনি বলেন, ‘‘খরচ আমার তরফ থেকে করব। ছেলেটার পরিবারকে আমি প্রতিশ্রুতি দিয়েছি।’’
advertisement
পরিবারের দাবি, ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম ক্যানসার আক্রান্ত তরুণের চিকিৎসার আশ্বাস দেন ৷ বেঙ্গালুরুতে গিয়ে চিকিৎসা করাতে বলেন ৷ প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে ৫ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন ৷ কিন্তু, অভিযোগ সেই টাকা মেলেনি। তাই বেঙ্গালুরু গেলেও চিকিৎসা হয়নি ৷ ক্যানসার আক্রান্তের মা নুপূর বেজ বলেন, ‘‘জমি বাড়ি বিক্রি করে ব্যাঙ্গালোর যাই। কোনও চিকিৎসা হয়নি। কুনার হেমব্রম আশ্বাস দিয়েছিল। কিন্তু কোনও সাহায্য পাইনি ৷’’
advertisement
advertisement
অন্যদিকে বিজেপি সাংসদ কুনার হেমব্রমের দাবি, তিনি চিঠি লিখে দিয়েছিলেন ৷ সেটা অনুমোদন হওয়ার আদেই ওরা চলে গিয়েছেন ৷ এর প্রেক্ষিতে বীরবাহা হাঁসদা বলেন, ‘‘উনি প্যাডে লিখে দিয়েছেন। টাকা পাওয়া যাবে কি না, না জেনে পাঠিয়ে দিলেন কী করে। ভোট কেনার জন্য কাগজে বিজ্ঞাপন দেয় বিজেপি...!’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2021 9:12 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘প্রতিশ্রুতি’ দিয়েও কথা রাখেননি বিজেপি সাংসদ...দাবি পরিবারের, তৃণমূল বিধায়কের উদ্যোগে চিকিৎসা ক্যানসার আক্রান্তের