#গোঘাট : এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গোঘাট এলাকায়। পরিবারের অভিযোগ, মোবাইলে অন লাইন গেমে আসক্ত হয়ে মানসিক অবসাদে (Bengal News Mysterious Death) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। যদিও শরীরে ক্ষত চিহ্ন থাকায় দানা বেঁধেছে রহস্য। ঘটনাটি ঘটেছে (Bengal News Mysterious Death) গোঘাটের ধুলেপুর গ্রামে। গোটা ঘটনার আকস্মিকতায় স্তব্ধ এলাকার মানুষ। ইতি মধ্যেই ঘটনার তদন্তে নেমেছে তদন্তকারী আধিকারিকরা।
রবিবার সকালে যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। পুলিশ জানিয়েছে মৃত এই যুবকের নাম শুভদীপ ঘোষাল(২১)।জানা গিয়েছে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর শুভদীপ ভিন রাজ্যে কিছুদিনের জন্য কাজে চলে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফের চলেও আসেন। তার বাবা কাশীনাথ ঘোষালের একটি ছোটখাটো স্টেশনারি দোকান আছে। আর্থিক ভাবেও অনটনে ছিল পরিবারটি। দোকানে যুবকটি বসতেন না।
জানা গিয়েছে বেশ কিছুদিন যাবৎ ওই যুবক রাত জেগে মোবাইলে গেম খেলতেন আর দিনের বেলায় ঘুমাতেন। এমনকি ঘর থেকেই বেরোতেন না। কোনও কাজ কর্মও করতেন না। সারা দিন রাত শুধু মোবাইল নিয়েই বসে থাকতেন বলে জানান পরিবারের লোকজন। এই নিয়ে পরিবারেও নানান ভাবে ঝামেলা হত। পরিবারের আশংকা মোবাইল গেমেই আসক্ত হয়ে পড়েছিলেন তিনি।
গ্রামবাসী ও পরিবারের লোকজনের ধারণা মোবাইল গেমেই আসক্ত হয়ে অবসাদে ওই যুবক আত্মহত্যা করেছে। পরিবারের লোকজনই রবিবার সকালে তার দেহ দেখতে পান তারই ঘরে। শনিবার রাতে শুভদীপ খাওয়া দাওয়া সেরে অন্যদিনের মত নিজের ঘরে চলে যান। আর তার পরেই এই বিপত্তি।
এদিকে খবর পেয়ে মৃত যুবকের বাড়িতে হাজির হন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। তিনি পরিবারের লোকজনের সাথে কথা বলেন। কী ভাবে এই ঘটনা ঘটে গেল তা কেউই অনুমান করতে পারেননি। পাশাপাশি নতুন করে রহস্য দানাবেঁধেছে মৃতদেহের শরীরে ক্ষতচিহ্ন ঘিরে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।