Amit Shah in Nandigram: 'নন্দীগ্রামে মমতাকে হারালেই পরিবর্তন সম্ভব', শুভেন্দুর হয়ে শেষ বেলার প্রচারে বললেন অমিত শাহ

Last Updated:

নন্দীগ্রামকেই পাখির চোখ করেছে বিজেপি। কারণ এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

#নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম। এই কেন্দ্র থেকে জিতবেন শুভেন্দু অধিকারীই জিতবেন। নন্দীগ্রামে প্রচারে এসে দাবি করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শাহের দাবি, এই নন্দীগ্রাম থেকেই পরিবর্তন শুরু হবে।
নন্দীগ্রামকেই পাখির চোখ করেছে বিজেপি। কারণ এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই আসনে তৃণমূলকে হারানো গেলে নির্বাচনের জেতার দিকে অনেকটাই এগিয়ে থাকবে বিজেপি। এমনটাই মনে করছে গেরুয়া শিবির। আর তাই দ্বিতীয় দফায় নির্বাচনের আগে আজ শেষ দিনের প্রচারে কোনও সুযোগ ছাড়ছেন না তাঁরা।
একদিকে আজ নন্দীগ্রামে যেমন মমতার তিনটি সভা। তেমনই নন্দীগ্রামের রেয়াপাড়ায় আজ রোড শো করলেন অমিত শাহ। তার পরে সেখানকারই শিবমন্দিরে পুজো দেন তিনি। আর তার পরেই শুভেন্দুর কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। সংক্ষিপ্ত বৈঠকে অমিত শাহ বলেন, "শুভেন্দুই নন্দীগ্রাম থেকে জিতবেন আমার বিশ্বাস আছে। বিরাট ব্যবধানে শুভেন্দু জিতবে।"
advertisement
advertisement
এর পরে তিনি বলেন, নন্দীগ্রাম থেকেই পরিবর্তন সম্ভব। তাই অমিত শাহ বলেছেন, "নন্দীগ্রামে মমতা হারলেই বাংলায় পরিবর্তন সম্ভব। মমতাকে হারালেই পরিবর্তনের রাস্তা সহজ হবে।"
এবারের নির্বাচনে মহিলা ভোটারদের দিকে বিশেষ আলোকপাত করেছে মমতা ও বিজেপি দুই দলই। বার বার মমতার প্রচার সভায় বিশেষ গুরুত্ব পাচ্ছেন তাঁর মা-বোনেরা। আবার একই পথে হাঁটছে বিজেপিও। তাঁরাও মহিলাদের জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। আর তাই আজও রাজ্যে নারী সুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amit Shah in Nandigram: 'নন্দীগ্রামে মমতাকে হারালেই পরিবর্তন সম্ভব', শুভেন্দুর হয়ে শেষ বেলার প্রচারে বললেন অমিত শাহ
Next Article
advertisement
Left TMC Alliance in Purba Medinipur: বিজেপি-কে হারাতে জোট বাঁধল বাম-তৃণমূল! পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড
বিজেপি-কে হারাতে জোট বাঁধল বাম-তৃণমূল! পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড
  • পূর্ব মেদিনীপুরে জোট বাঁধল বাম-তৃণমূল৷

  • সমবায় ভোটে বিজেপিকে হারাতে জোট৷

  • জোট বেঁধে সমবায় জোটে জয় বাম-তৃণমূল জোটের৷

VIEW MORE
advertisement
advertisement