Mid Day Meal: শুধু ভাত ডাল তরকারি নয়! স্কুলের মিড ডে মিলে হাজির পিঠেপুলির সঙ্গে পায়েসও
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mid Day Meal: অভিনব এই উদ্যোগটি নিতে দেখা যায় নবদ্বীপ উত্তর চক্রের অন্তর্গত মায়াপুরে নিদয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের
মৈনাক দেবনাথ, নদিয়া: স্কুলে গেলেই এবার থেকে মিলবে সুস্বাদু পিঠে পুলি এমনকি নলেন গুড়ের পায়েসও! হ্যাঁ, চিরাচরিত মিড ডে মিল থেকে একটু অন্য ধরনের স্বাদ আস্বাদন করার জন্যই শিক্ষকদের উদ্যোগে এই আয়োজন করা হল নবদ্বীপের এক প্রাথমিক বিদ্যালয়ে। ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করে তুলতে এবার নবদ্বীপে সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের পাতে পড়ল সুস্বাদু পিঠে পুলি, নলেন গুড়ের পায়েস, কলাই ডালের সরু চিকলি ও সিদ্ধপুলি বাসন্তী পোলাও। মধ্যাহ্ন ভোজনে রকমারি ও সুস্বাদু খাবার পেয়ে পেয়ে রীতিমতো আনন্দে মাতোয়ারা হয়ে উঠে কচিকাঁচা ছাত্রছাত্রীরা।
অভিনব এই উদ্যোগটি নিয়েছে নবদ্বীপ উত্তর চক্রের অন্তর্গত মায়াপুরে নিদয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বর্তমানে বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ৫৫ জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন চারজন। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান মৈত্রেয়ী ঘোষ জানান, প্রতিদিন বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা মিড ডে মিলে একই ধরনের ডাল ভাত তরকারি ডিম দিয়ে খাবার খায়। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে অভিনব এই পিঠেপুলি অনুষ্ঠানের মাধ্যমে মধ্যাহ্ন ভোজনে তারা খাবার মেনুতে এক নতুনত্ব অনুভূতি পাচ্ছে, এতে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবক সকলেই খুশি হয়েছেন পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগে সবাই খুশি।
advertisement
আরও পড়ুন : রসগোল্লা ঘিরে ক্ষীরের প্রলেপের গায়ে পোস্ত মাখানো চিনি! মালদহের রসকদম্বের জিআই তকমার জন্য উদ্যোগ
বিদ্যালয়ের সহ-শিক্ষক প্রতাপচন্দ্র ঘোষ বলেন, ‘‘ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদের সার্বিক উন্নতি ও আনন্দ দানের জন্য মাঝেমধ্যেই আমরা স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করি। যে কারণে স্কুলে আসার জন্য ছাত্র-ছাত্রীদের যেমন আগ্রহ বৃদ্ধি পায় তেমনি পড়াশোনার প্রতি তারা মনোযোগী হয়। এছাড়াও অভিভাবকরাও খুশি হন। ছাত্র-ছাত্রীদের স্বার্থে বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী দিনেও আমরা এই ধরনের উদ্যোগ নেব।’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2025 5:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mid Day Meal: শুধু ভাত ডাল তরকারি নয়! স্কুলের মিড ডে মিলে হাজির পিঠেপুলির সঙ্গে পায়েসও