Mid-Day Meal: পুজোর ছুটির আগে মিড ডে মিলে হরেক রকম পদ! জমিয়ে চলছে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Mid-Day Meal: পুজো মানেই দেদার ভুরিভোজ। সেই ভুরিভোজ থেকে ছাত্র-ছাত্রীরাই বা বাদ যায় কেন। এই পুজোতে স্কুল ছুটির আগেই মিড ডে(Mid day meal) মিলের হরেক রকম পদের আয়োজন করলো স্কুল কর্তৃপক্ষ।
উত্তর দিনাজপুর: পুজো মানেই দেদার ভুরিভোজ। সেই ভুরিভোজ থেকে ছাত্র-ছাত্রীরাই বা বাদ যায় কেন। এই পুজোতে স্কুল ছুটির আগেই মিড ডে মিলের হরেক রকম পদের আয়োজন করলো স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ প্রতিদিন তো খান, কিন্তু জানেন কি ফল কেন কাগজে মুড়িয়ে রাখা হয়! কারণ শুনলে কিন্তু চোখ কপালে উঠবে
পুজোর ছুটির আগের দিন কবজি ডুবিয়ে মিড ডে মিলে হরক রকম পদ স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য। কারণ পুজোতে স্কুল ছুটি প্রায় এক মাস। এরপর স্কুল খুললেই বার্ষিক পরীক্ষা। তার আগে বিশেষ মিড ডে মিলের ব্যবস্থা করল কালিয়াগঞ্জের ফতেপুর সিডি উচ্চ বিদ্যালয়। এদিন স্কুল ছুটির আগে পড়ুয়াদের মধ্যে মিড ডে মিলে খাওয়ানহল বিশেষ রকম পদ।
advertisement
advertisement
এদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের মেনুতে ছিল চিকেন কষা, সবজি,আলু ভাজ, মসুর ডাল, পাপড় ভাজা এছাড়া মিষ্টি ও চাটনি। এদিন মিড ডে মিলে খাবার খেয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ ছিল চোখে পড়ার মতো। কারণ প্রতিদিন তো এই মিল দিয়ে খাবার খাওয়ানো হয় না। পুজোর মধ্যে খাবারে বিশেষ মেনু দেখে খুশি হয়ে গেল ছাত্র-ছাত্রীরা। এদিন শুধু ছাত্র-ছাত্রীরাই নয় স্কুলের শিক্ষক শিক্ষিকার ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে বসেমিড ডে মিলের আহার গ্রহণ করেন।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2024 7:51 PM IST
