South 24 Parganas News: ফের গণপিটুনি! মানসিক ভারসাম্যহীন মহিলাকে পোস্টে বেঁধে মারধরের অভিযোগ
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Crime news: মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ গোসাবায়। গোসাবা থানার অন্তর্গত ৪ নম্বর কচুখালি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে।
দক্ষিণ ২৪ পরগনা: মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ গোসাবায়। গোসাবা থানার অন্তর্গত ৪ নম্বর কচুখালি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। ছেলেধরা সন্দেহে রবিবার বিকেলে বছর পঞ্চাশের ঐ মহিলাকে আটক করেন গ্রামবাসীরা। তারপর বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে চলে অমানসিক অত্যাচার।
সেই সঙ্গে অভিযোগ গোসাবা থানার সিভিক ভলেন্টিয়ারদের কয়েকজন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অত্যাচারের ঘটনা দেখলেও মহিলাকে উদ্ধার করার কোনও উদ্যোগ নেয়নি। দীর্ঘক্ষণ মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ঐ মহিলা। খবর পেয়ে গোসাবার বেলতলি ক্যাম্পের এক পুলিশকর্মী ঘটনাস্থলে গিয়ে ঐ মহিলাকে উদ্ধার করে স্থানীয় একটা নার্সিংহোমে ভর্তি করেন। এই ঘটনায় নিন্দার ঝড় সব মহলে। দোষীদের শাস্তির দাবি করছেন সকলেই। কুসংস্কারের বশবর্তী হয়ে এই ধরনের ঘটনা বলেও দাবি তাঁদের। এই অত্যাচারের ভিডিও মঙ্গলবার থেকে ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে গোসাবা থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত থাকার অপরাধে শত্রুঘ্ন সিং ও ঠাকুরপদ মাঝি নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 24, 2024 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ফের গণপিটুনি! মানসিক ভারসাম্যহীন মহিলাকে পোস্টে বেঁধে মারধরের অভিযোগ









