South 24 Parganas News: ফের গণপিটুনি! মানসিক ভারসাম্যহীন মহিলাকে পোস্টে বেঁধে মারধরের অভিযোগ

Last Updated:

Crime news: মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ গোসাবায়। গোসাবা থানার অন্তর্গত ৪ নম্বর কচুখালি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
দক্ষিণ ২৪ পরগনা: মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ গোসাবায়। গোসাবা থানার অন্তর্গত ৪ নম্বর কচুখালি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। ছেলেধরা সন্দেহে রবিবার বিকেলে বছর পঞ্চাশের ঐ মহিলাকে আটক করেন গ্রামবাসীরা। তারপর বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে চলে অমানসিক অত্যাচার।
সেই সঙ্গে অভিযোগ গোসাবা থানার সিভিক ভলেন্টিয়ারদের কয়েকজন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অত্যাচারের ঘটনা দেখলেও মহিলাকে উদ্ধার করার কোনও উদ্যোগ নেয়নি। দীর্ঘক্ষণ মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ঐ মহিলা। খবর পেয়ে গোসাবার বেলতলি ক্যাম্পের এক পুলিশকর্মী ঘটনাস্থলে গিয়ে ঐ মহিলাকে উদ্ধার করে স্থানীয় একটা নার্সিংহোমে ভর্তি করেন। এই ঘটনায় নিন্দার ঝড় সব মহলে। দোষীদের শাস্তির দাবি করছেন সকলেই। কুসংস্কারের বশবর্তী হয়ে এই ধরনের ঘটনা বলেও দাবি তাঁদের। এই অত্যাচারের ভিডিও মঙ্গলবার থেকে ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে গোসাবা থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত থাকার অপরাধে শত্রুঘ্ন সিং ও ঠাকুরপদ মাঝি নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ফের গণপিটুনি! মানসিক ভারসাম্যহীন মহিলাকে পোস্টে বেঁধে মারধরের অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement