গাছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, উদ্ধারে ব্যর্থ পুলিস-দমকল
Last Updated:
এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গাছ থেকে নামাতে ব্যর্থ হল পুলিশ ও দমকল। শেষ পর্যন্ত সাড়ে ৫ ঘন্টা পর ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাছ থেকে পড়ে যায়।
#বর্ধমান: এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গাছ থেকে নামাতে ব্যর্থ হল পুলিশ ও দমকল। শেষ পর্যন্ত সাড়ে ৫ ঘন্টা পর ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাছ থেকে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৩ টে নাগাদ উলঙ্গ এক পাগল কুলটির নিয়ামতপুর ওয়ার্কশপের কাছে একটি গাছে উঠে পড়ে। সকাল হতেই তা দেখে ভিড় জমতে শুরু করেন স্থানীয়রা । বাসিন্দারা কেউ সেলফি তুলতে কেউ বা পাগলের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে ।
খবর পেয়ে আসে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। আসে দমকলও । ভিড় বাড়ছে দেখে পুলিশ বাসিন্দাদের হাল্কা লাঠিচার্জও করে। কিন্তু ওই ব্যক্তিকে পুলিশ বা দমকল নামাতে পারেনি। সকাল সাড়ে আটটা নাগাদ ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাছ থেকে পড়ে যায়। তাকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ ও দমকলের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন সিভিল ডিফেন্সকে ডাকা হল না। ৫ ঘন্টা ধরে কোন জালের ব্যবস্থা করা হল না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2018 1:51 PM IST