ট্রেনের ছাদে দৌড়াদৌড়ি শুরু করল মানসিক ভারসাম্যহীন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
Last Updated:
ট্রেনের ছাদে উঠে দৌড়াদৌড়ি শুরু করল এক মানসিক ভারসাম্যহীন তরুণী ৷ পরে ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনে ৷
#ব্যান্ডেল: ট্রেনের ছাদে উঠে দৌড়াদৌড়ি শুরু করল এক মানসিক ভারসাম্যহীন তরুণী ৷ পরে ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনে ৷
এদিন সকালে ডাউন ব্যান্ডেল লোকাল চুঁচুড়া পৌঁছতেই বিপত্তির শুরু ৷ হঠাৎই সকলের চোখ এড়িয়ে ট্রেনের ছাদে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ৷ নীচ থেকে সকলে চিৎকার করলেও তাতে কর্ণপাত করেননি তিনি ৷ বেশকিছুক্ষণ ট্রেনের মাথায় এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করেন তরুণী ৷ এই সময় হঠাৎই ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ৷
advertisement
সঙ্গে সঙ্গেই খবর যায় দমকলের কাছে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ও রেলপুলিশ ৷ যদিও এখনও উদ্ধার করা যায়নি তরুণীর মৃতদেহ ৷ ঘটনার জেরে ডাউন ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ সকালের ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন অফিসযাত্রীরা ৷ চাঞ্চল্য চুঁচুড়া স্টেশনে ৷
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2018 10:55 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ট্রেনের ছাদে দৌড়াদৌড়ি শুরু করল মানসিক ভারসাম্যহীন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু