#ব্যান্ডেল: ট্রেনের ছাদে উঠে দৌড়াদৌড়ি শুরু করল এক মানসিক ভারসাম্যহীন তরুণী ৷ পরে ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনে ৷এদিন সকালে ডাউন ব্যান্ডেল লোকাল চুঁচুড়া পৌঁছতেই বিপত্তির শুরু ৷ হঠাৎই সকলের চোখ এড়িয়ে ট্রেনের ছাদে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ৷ নীচ থেকে সকলে চিৎকার করলেও তাতে কর্ণপাত করেননি তিনি ৷ বেশকিছুক্ষণ ট্রেনের মাথায় এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করেন তরুণী ৷ এই সময় হঠাৎই ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ৷
আরও পড়ুন: শুরু হচ্ছে কর্মী আন্দোলন, ব্যহত হতে পারে মেট্রো পরিষেবা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chinsurah, Electrified, Mentally Challenged, Train