East Bardhaman News: 'মনের অসুখ' জানালেই মিলবে সমাধান, বিষয়টা কী? জানলে চমকে যাবেন আপনিও
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman News: এটি শুধু একটি বাক্স নয়, বরং ছাত্রীদের মনের কথা জানানোর একটি নতুন রাস্তা, এক নির্ভরতার জায়গা।
পূর্ব বর্ধমান: ছাত্রীদের বিভিন্ন সময় নানা রকম মানসিক চাপ ও সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় পরিবার, শিক্ষক কিংবা বন্ধুদের কাছে সেই সব কথা বলার সাহস বা সুযোগ পায় না তারা। বিশেষ করে কিশোরী ছাত্রীদের জীবনে এখন নানা নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে, যেমন মোবাইল আসক্তি, প্রেমের প্রলোভন, রাস্তাঘাটে হয়রানি, সামাজিক বাধা, মানসিক অস্থিরতা কিম্বা আত্মবিশ্বাসের অভাব। এসব সমস্যার মধ্যে অনেকেই ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায়, যা ভবিষ্যতে আরও বড় সমস্যার রূপ নিতে পারে।
এই অবস্থায় কাটোয়া বালিকা বিদ্যালয়ে বসান হয়েছে একটি ড্রপ বক্স, যার নাম ‘মনের ঠিকানা’। এটি শুধু একটি বাক্স নয়, বরং ছাত্রীদের মনের কথা জানানোর একটি নতুন রাস্তা, এক নির্ভরতার জায়গা। মহকুমা শাসক অহিংসা জৈন বলেন, ‘স্কুল এডমিনিস্ট্রেসন, এসআই আমরা সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি। আশা রাখছি মেয়েদের মনে কিছু থাকলে তারা সেটা মনের ঠিকানার মাধ্যমে বিস্তারিত জানাবে।’ ছাত্রীরা এখানে নাম না লিখেও তাদের মনের যন্ত্রণার কথা লিখে জানাতে পারবে। কেউ যদি মানসিক চাপে থাকে, যদি কেউ সমাজ বা পরিবারে কোনও অন্যায়ের শিকার হয়, বা বিদ্যালয়ে কোনও অসুবিধার সম্মুখীন হয়, তাহলে সেটাও জানান যাবে এই বক্সের মাধ্যমে।
advertisement
advertisement
বিদ্যালয় কর্তৃপক্ষের কথায়, এই ড্রপ বক্স খোলা হবে প্রতি সপ্তাহে একবার। যদি কোনও অভিযোগ প্রশাসনিক হয়, তাহলে তা নিয়ে পদক্ষেপ নেবে প্রশাসন। আর যদি বিষয়টি বিদ্যালয় সংক্রান্ত হয়, তাহলে প্রধান শিক্ষিকা এবং স্কুল পরিদর্শক তা সমাধানে উদ্যোগ নেবেন। প্রধান শিক্ষিকা মাধুরী দাস বলেন, ‘মেয়েদের সুরক্ষতি রাখার জন্য আমাদের যতটা করা সম্ভব করছি। মেয়েরা এই মনের ঠিকানায় তাদের মনের কথা লিখবে। সেই জায়গা আমরা মেয়েদের দেব।’
advertisement
এই মনের ঠিকানা ড্রপ বক্স উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা, স্কুল পরিদর্শক ফ্যান্সী মুখোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মনের ঠিকানা কিশোরী ছাত্রীদের জন্য একটি আশার আলো। এখন থেকে কেউ না কেউ তাদের মনের কথা শুনবে এবং প্রয়োজনে পাশে দাঁড়াবে। এটি শুধুমাত্র এক টুকরো কাগজ ফেলার জায়গা নয়, এ এক ভালোবাসার আশ্রয়, যেখানে কথা বলার অধিকার নিশ্চিত করা হয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 9:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: 'মনের অসুখ' জানালেই মিলবে সমাধান, বিষয়টা কী? জানলে চমকে যাবেন আপনিও