অবসর নেওয়ার পরেও এই সেনাকর্মী যা করছেন, জানলে স্যালুট করবেন

Last Updated:

ভবিষ্যৎ প্রজন্ম যেন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেদের দেশ সেবায় নিয়োজিত করতে পারে।

+
অবসরপ্রাপ্ত

অবসরপ্রাপ্ত সেনাকর্মী শুভেন্দু বিকাশ মন্ডল।

মেমারি, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি কিন্তু এখনও কাজ করে চলেছেন দেশের জন্য। তিনি যেন নীরবে পালন করে চলেছেন দেশের প্রতি তাঁর কর্তব্য। একজন ভারতীয় সৈনিক সম্ভবত এমনই হয়। অবসর গ্রহণের পরও তিনি তাঁর কর্তব্যে অবিচল থাকেন। একসময় তিনি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন। জীবনের ১৬টি বছর দেশের সেবায় উৎসর্গ করেছেন। অবসর নিলেও দেশমাতৃকার প্রতি তাঁর ভালবাসা ও কর্তব্যবোধ কমেনি একটুও।
তিনি হয়ত চাকরি থেকে অবসর নিয়েছেন। কিন্তু তাঁর লক্ষ্য হল ভবিষ্যৎ প্রজন্ম যেন দেশের সেবায় নিজেদের প্রস্তুত করতে পারে। তারই প্রয়াস চলছে নিরন্তর। পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দার শুভেন্দু বিকাশ মন্ডল। তিনি অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাকর্মী। মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোট থেকে তাঁর স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার। তাই নিজে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ভারতীয় সেনা বাহিনীতে যুক্ত হয়েছিলেন। যারা দেশ সেবায় নিজেদের নিয়োজিত করতে চান, তারা যাতে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের তৈরি করতে পারেন, সেটাই এখন শুভেন্দু বাবুর লক্ষ্য।
advertisement
আরও পড়ুন : যত খুশি মিষ্টি খান, পকেটে চাপ পড়বে না! দাম জানলেই ছুটবেন
অনেকেই আছেন, যারা দেশের কাজে নিজেদের নিয়োজিত করতে চান। কিন্তু প্রশিক্ষণ নেওয়ার সামর্থ্য নেই। এইরকম বহু ছেলেমেয়েদের তিনি প্রশিক্ষণ দেন বিনা পারিশ্রমেকে। তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম যেন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেদের দেশ সেবায় নিয়োজিত করতে পারে। তাঁর লক্ষ্য আগামী ১০ বছরের মধ্যে বর্তমান প্রজন্মকে নতুন দিশা দেখানোর।
advertisement
advertisement
আরও পড়ুন : বাঁকুডার তিন হস্তশিল্প, সবাই একডাকে চেনে ! আপনি জানেন তো?
তিনি বলেন, আমি ১৬ বছর ৩ মাস ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছি। অবসর নেওয়ার পর ফিরে এসে আমার মনে হয়েছিল, বর্তমান প্রজন্মের অনেকে লক্ষ্যভ্রষ্ট বা দিশাহীন হয়ে যাচ্ছে। আমি চেয়েছিলাম তাদের প্রত্যেককে একটা ডিসিপ্লিনের মধ্যে এনে সঠিক দিশা দেখাতে। তারাও যাতে আমার মত দেশে সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর সেখান থেকেই শুরু এই একাডেমির যাত্রা। আড়াই বছরে বহু ছেলে মেয়ে নিজেদের দেশ সেবায় নিয়োজিত করেছে এই একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে। ভবিষ্যতে যাতে আরও ছেলেমেয়ে দেশ সেবায় এগিয়ে আসেন, এটাই আমার লক্ষ্য। অবসর নিলেও শুভেন্দু বাবু এখনও যেন নিজেকে দেশ সেবায় নিয়োজিত করে রেখেছেন। এইজন্যই বোধ হয় বলে,”Once a soldier, always a soldier”। তাঁরা হয়তো কখনই ভোলেন না দেশের প্রতি তাঁদের কর্তব্য।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অবসর নেওয়ার পরেও এই সেনাকর্মী যা করছেন, জানলে স্যালুট করবেন
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement