Left Congress alliance: শেষ পর্যন্ত হল না আসন রফা নিয়ে বৈঠক! ধৈর্য ধরতে বললেন সেলিম, মুখে কুলুপ অধীরের

Last Updated:

আলোচনার কথা থাকলেও এ দিন মহম্মদ সেলিম এবং অধীর চৌধুরী দিনভর নিজেদের দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন৷

সেলিম- অধীর বৈঠক হল না৷
সেলিম- অধীর বৈঠক হল না৷
বহরমপুর: নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত এ দিন বহরমপুরে মহম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরীর বৈঠক হল না৷ ফলে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে আনুষ্ঠানিক ভাবে আসন সমঝোতার প্রক্রিয়া শুরু হল না৷ বিষয়টি নিয়ে অধীর চৌধুরী মুখ না খুললেও ধৈর্য ধরার কথা বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷
এ দিন বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মধ্যে লোকসভা ভোটের আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল৷ তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোটের সম্ভাবনা ভেস্তে যেতেই আসন সমঝোতায় উদ্যোগী হয় বাম-কংগ্রেস দু পক্ষ৷
advertisement
advertisement
কিন্তু আলোচনার কথা থাকলেও এ দিন মহম্মদ সেলিম এবং অধীর চৌধুরী দিনভর নিজেদের দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন৷ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এ দিন সকালে কয়েক দিন আগে বহরমপুরে বামেদের আইন অমান্য কর্মসূচিতে নিহত দলীয় কর্মী আনারুল ইসলামের বাড়িতে যান৷ এর পর সারাদিনই দলীয় বৈঠকে ব্যস্ত ছিলেন তিনি৷ অন্যদিকে অধীর চৌধুরীও নিজের সাংসদ তহবিলের টাকায় নির্মিত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন নিয়ে ব্যস্ত ছিলেন৷ ফলে শেষ পর্যন্ত আর এ দিনের বৈঠক হয়নি৷
advertisement
এ বিষয়ে প্রশ্ন করা হলে মহম্মদ সেলিম বলেন, ধৈর্য ধরুন, আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে৷ আমরা ৪২টি আসনের জন্যই সাংগঠনিকভাবে প্রস্তুতি চালাচ্ছি। বামফ্রন্টের মধ্যে এবং বামফ্রন্টের বাইরে কংগ্রেসের সঙ্গেও আমরা কথা বলব৷ যদিও আসন বণ্টন নিয়ে মহম্মদ সেলিমের সঙ্গে কোনও আলোচনাই হয়নি বলে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি অধীর চৌধুরী৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Left Congress alliance: শেষ পর্যন্ত হল না আসন রফা নিয়ে বৈঠক! ধৈর্য ধরতে বললেন সেলিম, মুখে কুলুপ অধীরের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement