Medicine Shop: ওষুধের দোকান থেকে প্রতিদিনই ইঞ্জেকশন-ওষুধ কেনে স্ত্রী, কিন্তু স্বামী...বাড়িতে ঢুকে স্বামীর যা অবস্থা দেখা গেল, সামনে চলে এল স্ত্রীর আসল রূপ!

Last Updated:

Medicine Shop: বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধতেই স্থানীয়রা দেবেশের স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি জানান, দেবেশ অসুস্থ। কিন্তু তাতেও পুরোপুরি আশ্বস্ত হতে পারেননি প্রতিবেশীরা।

Representative image (AI)
Representative image (AI)
নৈহাটি:  নৈহাটিতে এক রোমহর্ষক গার্হস্থ্য হিংসার ঘটনা সামনে এল। দীর্ঘদিন ধরে স্বামীর উপর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল স্ত্রী রনিতা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। জানা গেছে, নৈহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাজবন্দী গরের বাসিন্দা দেবেশ চক্রবর্তী বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন। বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধতেই স্থানীয়রা দেবেশের স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি জানান, দেবেশ অসুস্থ। কিন্তু তাতেও পুরোপুরি আশ্বস্ত হতে পারেননি প্রতিবেশীরা।
স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই মুখ ঢেকে এক মহিলা স্থানীয় একটি ওষুধের দোকান থেকে ওষুধ ও ইনজেকশন কিনে আনতেন, যা রনিতা চুপিচুপি দেবেশকে দিতেন। দেবেশের হাতেই ইনজেকশনের দাগ ও কালো পোড়া ছাপ দেখে সন্দেহ আরও ঘনীভূত হয় এই অদ্ভুত আচরণ আরও সন্দেহের উদ্রেক করে।
advertisement
advertisement
পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেবেশকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নৈহাটি হাসপাতালে ভর্তি করেন। পুলিশে খবর দিলে নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দেবেশের স্ত্রী রনিতাকে গ্রেফতার করে। বর্তমানে দেবেশ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার পেছনে অন্য কোনও ষড়যন্ত্র আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রতিবেশীদের তৎপরতায় যে একটি বড় বিপদ থেকে রক্ষা পেলেন দেবেশ, তা অনেকেই মনে করছেন।
advertisement
—শুভজিৎ সরকার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medicine Shop: ওষুধের দোকান থেকে প্রতিদিনই ইঞ্জেকশন-ওষুধ কেনে স্ত্রী, কিন্তু স্বামী...বাড়িতে ঢুকে স্বামীর যা অবস্থা দেখা গেল, সামনে চলে এল স্ত্রীর আসল রূপ!
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement