Medicine Shop: ‌ট্যাবলেট ক্য্যাপসুল নয়, ওষুধের দোকানে ১৭৮ কেজি এই জিনিস! লুকোনো ছিল তাকের নীচে! হাসনাবাদে কী ভয়ঙ্কর কাণ্ড জানেন!

Last Updated:

Medicine Shop: ধৃত তিনজনের জেরা চলতেই তথ্য আসে, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার একটি ওষুধের দোকানেই গোপনে মজুদ আছে আরও বড় চালান।

উদ্ধারকৃত গাজা 
উদ্ধারকৃত গাজা 
হাসনাবাদ, জুলফিকার মোল্যা: ট্যাবলেট ক্য্যাপসুল নয়, ওষুধের দোকানে ১৭৮ কেজি এ কী জিনিস! হাসনাবাদে পুলিশের জালে ৩! ওষুধ কিনতে গেলে আমরা কী পাই? কাশির সিরাপ, জ্বরের ট্যাবলেট কিংবা সর্দির ক্যাপসুল। কিন্তু এবার দেখা গেল—ওষুধের দোকানের তাকের আড়ালে জমা ছিল একেবারে অন্যরকম “স্টক”! রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ মোহনপুর এলাকা থেকে একটি সন্দেহজনক গাড়ি আটক করে। গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে মেলে প্রায় ২৭ কিলো গাঁজা। এতেই পুলিশ চমকে ওঠে। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল তার পরেই।
ধৃত তিনজনের জেরা চলতেই তথ্য আসে, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার একটি ওষুধের দোকানেই গোপনে মজুদ আছে আরও বড় চালান। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে হানা দিয়ে উদ্ধার করে একেবারে ১৭৮ কিলো গাঁজা! অর্থাৎ, মোট ২০৫ কিলো গাঁজা এক ধাক্কায় উদ্ধার হয়। ধৃত তিনজন—ন্যাজাটের মঠবাড়ির বাসিন্দা বাবলু মোল্লা, জীবনতলার সুব্রত মণ্ডল ও ন্যাজাটেরই স্যাম কয়াল।
advertisement
advertisement
পুলিশি জেরায় জানা যায়, সীমান্তবর্তী এলাকায় গাঁজা মজুদ করে বাংলাদেশে পাচারের পরিকল্পনাই ছিল তাদের। এখন প্রশ্ন উঠছে—ওষুধের দোকানে ওষুধের বদলে গাঁজা কেন! হাসি-ঠাট্টার মধ্যে বিষয়টি যতই মজার মনে হোক না কেন, পুলিশের মতে ঘটনা কিন্তু ভয়ঙ্কর। এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাদের তিন দিনের পুলিশি হেফাজাত চেয়ে বারাসাত মহকুমা আদালতে ধৃতদের তোলা হবে। পুলিশের অনুমান, আরও তদন্তে সামনে আসতে পারে নতুন সব তথ্য ও গাঁজা পাচার নিয়ে আরও অনেক তথ্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medicine Shop: ‌ট্যাবলেট ক্য্যাপসুল নয়, ওষুধের দোকানে ১৭৮ কেজি এই জিনিস! লুকোনো ছিল তাকের নীচে! হাসনাবাদে কী ভয়ঙ্কর কাণ্ড জানেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement