Medicine Shop: ট্যাবলেট ক্য্যাপসুল নয়, ওষুধের দোকানে ১৭৮ কেজি এই জিনিস! লুকোনো ছিল তাকের নীচে! হাসনাবাদে কী ভয়ঙ্কর কাণ্ড জানেন!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Medicine Shop: ধৃত তিনজনের জেরা চলতেই তথ্য আসে, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার একটি ওষুধের দোকানেই গোপনে মজুদ আছে আরও বড় চালান।
হাসনাবাদ, জুলফিকার মোল্যা: ট্যাবলেট ক্য্যাপসুল নয়, ওষুধের দোকানে ১৭৮ কেজি এ কী জিনিস! হাসনাবাদে পুলিশের জালে ৩! ওষুধ কিনতে গেলে আমরা কী পাই? কাশির সিরাপ, জ্বরের ট্যাবলেট কিংবা সর্দির ক্যাপসুল। কিন্তু এবার দেখা গেল—ওষুধের দোকানের তাকের আড়ালে জমা ছিল একেবারে অন্যরকম “স্টক”! রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ মোহনপুর এলাকা থেকে একটি সন্দেহজনক গাড়ি আটক করে। গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে মেলে প্রায় ২৭ কিলো গাঁজা। এতেই পুলিশ চমকে ওঠে। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল তার পরেই।
ধৃত তিনজনের জেরা চলতেই তথ্য আসে, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার একটি ওষুধের দোকানেই গোপনে মজুদ আছে আরও বড় চালান। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে হানা দিয়ে উদ্ধার করে একেবারে ১৭৮ কিলো গাঁজা! অর্থাৎ, মোট ২০৫ কিলো গাঁজা এক ধাক্কায় উদ্ধার হয়। ধৃত তিনজন—ন্যাজাটের মঠবাড়ির বাসিন্দা বাবলু মোল্লা, জীবনতলার সুব্রত মণ্ডল ও ন্যাজাটেরই স্যাম কয়াল।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রয়াত বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়! গেরুয়া শিবিরে শোকের ছায়া! কী হয়েছিল জয়ের জানেন?
পুলিশি জেরায় জানা যায়, সীমান্তবর্তী এলাকায় গাঁজা মজুদ করে বাংলাদেশে পাচারের পরিকল্পনাই ছিল তাদের। এখন প্রশ্ন উঠছে—ওষুধের দোকানে ওষুধের বদলে গাঁজা কেন! হাসি-ঠাট্টার মধ্যে বিষয়টি যতই মজার মনে হোক না কেন, পুলিশের মতে ঘটনা কিন্তু ভয়ঙ্কর। এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাদের তিন দিনের পুলিশি হেফাজাত চেয়ে বারাসাত মহকুমা আদালতে ধৃতদের তোলা হবে। পুলিশের অনুমান, আরও তদন্তে সামনে আসতে পারে নতুন সব তথ্য ও গাঁজা পাচার নিয়ে আরও অনেক তথ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 4:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medicine Shop: ট্যাবলেট ক্য্যাপসুল নয়, ওষুধের দোকানে ১৭৮ কেজি এই জিনিস! লুকোনো ছিল তাকের নীচে! হাসনাবাদে কী ভয়ঙ্কর কাণ্ড জানেন!