Dolyatra Iskcon: দোলের দিন অন্য রূপে মায়াপুর, ইসকন মন্দির যেন পরিণত হয়েছে মিনি ওয়ার্ল্ডে
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Dolyatra Iskcon: সকাল থেকেই মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর ১৩৮ তম আবির্ভাব তিথি উৎসব
মায়াপুর: দোল উৎসব বা বলা যেতে পারে গৌর পূর্ণিমা উৎসব প্রতি বছরই মহাসমারোহে পালন করা হয়ে থাকে মায়াপুর ইসকন মন্দিরে। দেশ-বিদেশের হাজার হাজার ভক্তরা দোল পূর্ণিমা উৎসবের প্রায় একমাস আগে থেকেই আসতে শুরু করে দেন মন্দির নগরী নবদ্বীপ ও মায়াপুরে।
রবিবার রাতে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হল মায়াপুর ইসকনের গৌর পূর্ণিমা উৎসব। দেশ-বিদেশের হাজার হাজার ভক্তদের সমন্বয়ে ইসকন এখন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। তীর্থ নগরী নবদ্বীপ এবং মায়াপুরের তিল ধারনের জায়গাটুকু নেই। আজ সকাল থেকেই মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর ১৩৮ তম আবির্ভাব তিথি উৎসব।
advertisement
advertisement
দিনভর হরিনাম সংকীর্তন সহ বিশেষ পুজা পাঠ এবং বিকেলে তিনটি পৃথক মঞ্চে ভগবান শ্রীচৈতন্যের জন্মের সন্ধিক্ষণে শুরু হবে বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠান। এই মহা অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের ১০০ টি দেশ থেকে হাজার হাজার দেশীয় বিদেশী ভক্ত সমবেত হয়েছে ইসকন চত্বরে।
রংয়ের উৎসব হোলি প্রচলিত থাকলেও মায়াপুর ইসকনে রং একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। বাহ্যিক রং নয় কৃষ্ণানু রঙে ঈশ্বর বন্ধনার মাধ্যমেই দোল উৎসব পালন করে মায়াপুর ইসকনের ভক্তরা।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2024 1:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dolyatra Iskcon: দোলের দিন অন্য রূপে মায়াপুর, ইসকন মন্দির যেন পরিণত হয়েছে মিনি ওয়ার্ল্ডে









