Dolyatra Iskcon: দোলের দিন অন্য রূপে মায়াপুর, ইসকন মন্দির যেন পরিণত হয়েছে মিনি ওয়ার্ল্ডে

Last Updated:

Dolyatra Iskcon: সকাল থেকেই মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর ১৩৮ তম আবির্ভাব তিথি উৎসব

+
মায়াপুর

মায়াপুর ইসকন মন্দিরে চলছে ভক্তদের উচ্ছ্বাস এবং আনন্দ

মায়াপুর: দোল উৎসব বা বলা যেতে পারে গৌর পূর্ণিমা উৎসব প্রতি বছরই মহাসমারোহে পালন করা হয়ে থাকে মায়াপুর ইসকন মন্দিরে। দেশ-বিদেশের হাজার হাজার ভক্তরা দোল পূর্ণিমা উৎসবের প্রায় একমাস আগে থেকেই আসতে শুরু করে দেন মন্দির নগরী নবদ্বীপ ও মায়াপুরে।
রবিবার রাতে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হল মায়াপুর ইসকনের গৌর পূর্ণিমা উৎসব। দেশ-বিদেশের হাজার হাজার ভক্তদের সমন্বয়ে ইসকন এখন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। তীর্থ নগরী নবদ্বীপ এবং মায়াপুরের তিল ধারনের জায়গাটুকু নেই। আজ সকাল থেকেই মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর ১৩৮ তম আবির্ভাব তিথি উৎসব।
advertisement
advertisement
দিনভর হরিনাম সংকীর্তন সহ বিশেষ পুজা পাঠ এবং বিকেলে তিনটি পৃথক মঞ্চে ভগবান শ্রীচৈতন্যের জন্মের সন্ধিক্ষণে শুরু হবে বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠান। এই মহা অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের ১০০ টি দেশ থেকে হাজার হাজার দেশীয় বিদেশী ভক্ত সমবেত হয়েছে ইসকন চত্বরে।
রংয়ের উৎসব হোলি প্রচলিত থাকলেও মায়াপুর ইসকনে রং একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। বাহ্যিক রং নয় কৃষ্ণানু রঙে ঈশ্বর বন্ধনার মাধ্যমেই দোল উৎসব পালন করে মায়াপুর ইসকনের ভক্তরা।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dolyatra Iskcon: দোলের দিন অন্য রূপে মায়াপুর, ইসকন মন্দির যেন পরিণত হয়েছে মিনি ওয়ার্ল্ডে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement