Matua Mela:মেলায় আসা অতিথিদের জন্য গোটা বাড়ি ছেড়ে দেন স্থানীয়রা, অশোকনগরের মতুয়া মেলা যেন এক বৃহৎ পরিবার
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
বারুণীমেলার কয়েকদিন অতিথি সেবা করেই পুণ্য মেলে ঠাকুরনগরের বাসিন্দাদের। ঠাকুরনগর এলাকায় মতুয়া মহামেলা উপলক্ষে জেলার পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে লক্ষাধিক মানুষ আসেন
উত্তর ২৪ পরগনা: বারুণীমেলার কয়েকদিন অতিথি সেবা করেই পুণ্য মেলে ঠাকুরনগরের বাসিন্দাদের। ঠাকুরনগর এলাকায় মতুয়া মহামেলা উপলক্ষে জেলার পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে লক্ষাধিক মানুষ আসেন। তাঁদের থাকার জন্য হাতে গোনা কয়েকটি লজ থাকলেও, হোটেল বা মাথা গোঁজার আস্তানা দেখা যায় না এলাকায়। ঠাকুর বাড়িতে নাট মন্দির-সহ বিভিন্ন জায়গায় ভক্তদের বিশ্রামের ব্যবস্থা করা হলেও, লক্ষাধিক ভক্ত সমাগমের মাঝে তা যথেষ্টই নিতান্ত।
তবে ভক্তদের সেবা করতে মেলা চলাকালীন নিজেদের বাড়ির দুয়ার খুলে দেন স্থানীয় মানুষজন। দূরদূরান্ত থেকে আসা মতুয়া ভক্তদের বাড়ির নানা প্রান্তে বিশ্রামের ব্যবস্থা-সহ খাওয়া-দাওয়া-সেবা, সবই করে থাকেন ঠাকুরনগরের বাসিন্দারা। নিজেদের সামর্থ্য মত পরিষেবাও দেন অতিথি ভক্তদের। দূর-দূরান্ত থেকে আসা মানুষজনও এই আতিথেয়তায় আপ্লুত হয়ে ওঠেন। দীর্ঘ সময় ডঙ্কা বাজিয়ে মাতাম কড়ার পর চলে পুণ্যস্নান, এরপরই যেন শরীর ছেড়ে দেয়। দরকার পরে বিশ্রামের। পুরুষ, মহিলা সবারই প্রয়োজন হয় বাথরুমের। কাজেই, ঠাকুরনগরে আসা অতিথিদের সুবিদার্থে এই এলাকার প্রতিটি মানুষ নিজের গোটা বাড়ি ছেড়ে দেন অতিথিদের জন্য। দীর্ঘ বছর ধরে চলে আসা এই মেলায় স্থানীয় মানুষজনের আতিথিয়তার টানেই মুগ্ধ হন অগণিত মতুয়া ভক্ত। মেলার এই ক’দিন সকলেই হয়ে ওঠেন এক পরিবার।
advertisement
Rudra Narayan Roy
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2025 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Matua Mela:মেলায় আসা অতিথিদের জন্য গোটা বাড়ি ছেড়ে দেন স্থানীয়রা, অশোকনগরের মতুয়া মেলা যেন এক বৃহৎ পরিবার