Matua Mela 2025: ঠাকুরনগরে মতুয়া মেলা নিয়ে টানাপড়েন এখনও, ভক্তরা চাইছেন নির্বিঘ্নেই হোক বারুণী স্নান

Last Updated:

Matua Mela 2025: দিন আদালতে নির্দেশ পরবর্তী বারাসত অতিরিক্ত জেলাশাসক(ডেভেলপমেন্ট) অফিসে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। যেখানে দু’পক্ষই নিজেদের দাবি তুলে ধরেন

+
মতুয়া

মতুয়া মেলা

রুদ্রনারায়ণ রায়, উওর ২৪ পরগনা: মতুয়া মেলা পরিচালনা নিয়ে অব্যাহত থাকল টানাপড়েন, প্রশাসনের দ্বারস্থ হলেন দুই পক্ষই, তবে এখনও কোনও সমাধান সূত্র মিলল না বলেই প্রশাসনিক তরফে জানা গিয়েছে। আদালতের নির্দেশের পর, মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মেলা পরিচালনা নিয়ে সংঘাতের পথে দেখা যায় শান্তনু ঠাকুর ও মমতা বালা ঠাকুরের শিবিরকে। এদিন আদালতে নির্দেশ পরবর্তী বারাসত অতিরিক্ত জেলাশাসক(ডেভেলপমেন্ট) অফিসে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। যেখানে দু’পক্ষই নিজেদের দাবি তুলে ধরেন। মমতা বালা ঠাকুরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মধুপর্ণা ঠাকুর ও কয়েকজন আইনজীবী। তাঁদের দাবি, এতদিন ধরে যে নিয়মে মেলার অনুমতি মিলেছে, সেই নিয়ম অনুযায়ী এবারও মমতাবালা ঠাকুরের পক্ষেই অনুমতি থাকা উচিত।
তবে তাঁরা শান্তনু ঠাকুরের শিবিরের সঙ্গে সমঝোতা করেই মেলা করার ইচ্ছা প্রকাশ করেন। মধুপর্ণা ঠাকুর বলেন, “ভোটের সময়ও দাদার কাছে আশীর্বাদ চেয়েছি, আবারও দাদাদের সঙ্গে কথা বলব, যাতে মতুয়া মেলা একসঙ্গে করা যায়। কারণ আমরা একই রক্ত। অন্যদিকে, শান্তনু ঠাকুরের তরফে মতুয়া মহাসংঘের সম্পাদক সুখেন্দু গাইন চারজন আইনজীবীকে নিয়ে শুনানিতে অংশ নেন। তাঁদের দাবি, নতুন আইনের ভিত্তিতে মেলার অনুমতি পাওয়ার অধিকার শান্তনু ঠাকুরের। তাঁদের কাছে প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে বলে জানান তিনি। সেক্ষেত্রে তিনি জানান, দু’পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করে তবেই মেলা পরিচালনা করা উচিত।
advertisement
আরও পড়ুন : কোচবিহারের প্রাচীন মদনমোহন মন্দিরে বসল বিশেষ জিনিস! ভক্তদের অঢেল সুবিধে
প্রশাসনের তরফে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তবে মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই মেলাকে কেন্দ্র করে যে রাজনৈতিক টানাপড়েন চলছে, তা আরও জটিল আকার নিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে মতুয়া ভক্তরা চাইছেন ঠাকুরনগরের মেলা হোক নির্বিঘ্নেই।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Matua Mela 2025: ঠাকুরনগরে মতুয়া মেলা নিয়ে টানাপড়েন এখনও, ভক্তরা চাইছেন নির্বিঘ্নেই হোক বারুণী স্নান
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement