Rain Effects Vegetation: বৃষ্টিতে বাজারে 'আগুন'! আরও বাড়বে সবজির দাম, পকেট ফাঁকা হবে, তৈরি থাকুন
- Published by:Pooja Basu
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
অতিবৃষ্টির কারণেই এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বিগত বেশ কিছুদিন আগেও সবজির দাম ছিল সাধ্যের মধ্যে। কিন্তু বর্তমানে বাজারের দামে বিপাকে সাধারণ মানুষ।
পুরুলিয়া : টানা ঝড় বৃষ্টিতে ঊর্ধ্বমুখী শাক-সবজির দাম। মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। প্রতিনিয়ত বেড়েই চলেছে কাঁচা সবজির দাম। নাজেহাল হয়ে উঠছে সাধারণ মানুষ। জেলার সদর থেকে মহকুমা সর্বত্র একই চিত্র উঠে আসছে পুরুলিয়ায়। পুরুলিয়ার মানবাজারের কৃষক বাজারে ঊর্ধ্বমুখী শাক সবজির দাম। বর্ষার আগে লাউ বিক্রি হচ্ছিল দু’টাকা তিন টাকা কেজি দরে, বর্তমানে সেই লাউ-এর দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা কেজি। ঢেঁড়স বিক্রি হত ১০ টাকাতে, বর্তমানে দাম দাঁড়িয়েছে ৫০ টাকা কেজি।
উচ্ছে ১০০ টাকা, কুমড়ো ৪০ টাকা, কলমি শাক ৩০ টাকা। আর এই বাজার ধরে জিনিস কিনতে গিয়ে বিপাকে পড়েছেন মানবাজারবাসী। এ বিষয়ে কৃষক বাজারের বিক্রেতারা বলেন , ঝড় বৃষ্টির কারণে শাক সবজি জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে শাকসবজির দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই সবজির দামও তাদের বাড়াতে হয়েছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
দাম বেড়ে যাওয়ায় অনেকেই সবজি কিনতে পারছে না। এতে তাদেরও অনেকটাই সমস্যা হচ্ছে। এ বিষয়ে বাজারে আসা ক্রেতারা বলেন , অতিরিক্ত মাত্রায় সবজির দাম বেড়ে গিয়েছে। বলা যেতে পারে আগের তুলনায় দ্বিগুণ দামে সবজি বিক্রি হচ্ছে। তারা অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন এর ফলে। অতিবৃষ্টির কারণেই এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বিগত বেশ কিছুদিন আগেও সবজির দাম ছিল সাধ্যের মধ্যে। কিন্তু বর্তমানে বাজারের দামে বিপাকে সাধারণ মানুষ।
advertisement
যে সমস্ত সবজি তিন টাকা, পাঁচ টাকা কেজি দরে বিক্রি হত বর্তমানে সেই সমস্ত সবজির দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। কোনও কোনও সবজির দাম আবার ছুঁয়েছে ১০০ টাকা। আলু-পিঁয়াজের দাম সামান্য কম রয়েছে। এতেই মধ্যবিত্তের ছ্যাঁকা লাগছে পকেটে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 8:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rain Effects Vegetation: বৃষ্টিতে বাজারে 'আগুন'! আরও বাড়বে সবজির দাম, পকেট ফাঁকা হবে, তৈরি থাকুন