Ganga river land erosion: গঙ্গায় ভয়াবহ ভাঙন, তলিয়ে গেল একের পর এক বাড়ি! গ্রামবাসীদের হাহাকার
- Reported by:Pranab kumar Banerjee
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Ganga river land erosion: আবার সামশেরগঞ্জের লোহরপুর গ্রামে ভয়াবহ ভাঙন। ভাঙনে ৫টি পাকা বাড়ি ও লোহরপুর মহরিলের বাগানের বেশ কিছু জমি গঙ্গায় তলিয়ে যায়।
মুর্শিদাবাদ: আবার সামশেরগঞ্জের লোহরপুর গ্রামে ভয়াবহ ভাঙন।শনিবার সকাল থেকেই প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রামে ভাঙন শুরু হয়।
ভয়াবহ ভাঙনে ৫টি পাকা বাড়ি ও লোহরপুর মহরিলের বাগানের বেশ কিছু জমি গঙ্গায় তলিয়ে যায়। যে কোনও মুহুর্তে তলিয়ে যেতে পারে আরও বেশ কয়েকটি ঘরবাড়ি। আতঙ্কে বাড়ির ইট, টালি জানলা, দরজা খুলে আসবাবপত্র নিয়ে অন্যত্র পালাচ্ছে গ্রামবাসীরা।
advertisement
advertisement
আবার ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। গোটা গ্রাম জুড়ে ভাঙন বিধ্বস্তদের হাহাকার। কোথায় যাবেন পরিবার নিয়ে, কোথায় আশ্রয় নেবেন তার ঠিক ঠিকানা না থাকায় দিশেহারা তাঁরা। তবে বছরের পর বছর গঙ্গা ভাঙন চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা।
advertisement
ভাঙন বিধ্বস্ত রেকশানা বিবি বলেন, “সারারাত আতঙ্কে ঘুমাতে পারিনি। সকাল হতে না হতেই গঙ্গা আমার বাড়িটাকে গিলে নিল। এখন আমরা কোথায় যাব কিছুই জানি না। সরকারের পক্ষ থেকে আমাদের থাকার কিছু ব্যবস্থা করে দেওয়া হোক”। ভাঙন বিধ্বস্ত রফিকুল ইসলাম বলেন, “বাড়ি জমি সব নদীতে চলে গেল। আমাদের আর কিছু নেই নিঃস্ব হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। সরকার আমাদের জন্য ব্যবস্থা নিচ্ছে না। গঙ্গার ভাঙন রোধে দ্রুত কোনও ব্যবস্থা না নিলে সব শেষ হয়ে যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 24, 2024 11:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ganga river land erosion: গঙ্গায় ভয়াবহ ভাঙন, তলিয়ে গেল একের পর এক বাড়ি! গ্রামবাসীদের হাহাকার










