Ganga river land erosion: গঙ্গায় ভয়াবহ ভাঙন, তলিয়ে গেল একের পর এক বাড়ি! গ্রামবাসীদের হাহাকার

Last Updated:

Ganga river land erosion: আবার সামশেরগঞ্জের লোহরপুর গ্রামে ভয়াবহ ভাঙন। ভাঙনে ৫টি পাকা বাড়ি ও লোহরপুর মহরিলের বাগানের বেশ কিছু জমি গঙ্গায় তলিয়ে যায়।

গঙ্গায় ভয়াবহ ভাঙন।
গঙ্গায় ভয়াবহ ভাঙন।
মুর্শিদাবাদ: আবার সামশেরগঞ্জের লোহরপুর গ্রামে ভয়াবহ ভাঙন।শনিবার সকাল থেকেই প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রামে ভাঙন শুরু হয়।
ভয়াবহ ভাঙনে ৫টি পাকা বাড়ি ও লোহরপুর মহরিলের বাগানের বেশ কিছু জমি গঙ্গায় তলিয়ে যায়। যে কোনও মুহুর্তে তলিয়ে যেতে পারে আরও বেশ কয়েকটি ঘরবাড়ি। আতঙ্কে বাড়ির ইট, টালি জানলা, দরজা খুলে আসবাবপত্র নিয়ে অন্যত্র পালাচ্ছে গ্রামবাসীরা।
advertisement
advertisement
আবার ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। গোটা গ্রাম জুড়ে ভাঙন বিধ্বস্তদের হাহাকার। কোথায় যাবেন পরিবার নিয়ে, কোথায় আশ্রয় নেবেন তার ঠিক ঠিকানা না থাকায় দিশেহারা তাঁরা। তবে বছরের পর বছর গঙ্গা ভাঙন চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা।‍
advertisement
ভাঙন বিধ্বস্ত রেকশানা বিবি বলেন, “সারারাত আতঙ্কে ঘুমাতে পারিনি। সকাল হতে না হতেই গঙ্গা আমার বাড়িটাকে গিলে নিল। এখন আমরা কোথায় যাব কিছুই জানি না। সরকারের পক্ষ থেকে আমাদের থাকার কিছু ব্যবস্থা করে দেওয়া হোক”। ভাঙন বিধ্বস্ত রফিকুল ইসলাম বলেন, “বাড়ি জমি সব নদীতে চলে গেল। আমাদের আর কিছু নেই নিঃস্ব হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। সরকার আমাদের জন্য ব্যবস্থা নিচ্ছে না। গঙ্গার ভাঙন রোধে দ্রুত কোনও ব্যবস্থা না নিলে সব শেষ হয়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ganga river land erosion: গঙ্গায় ভয়াবহ ভাঙন, তলিয়ে গেল একের পর এক বাড়ি! গ্রামবাসীদের হাহাকার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement