West Bardhaman News: মন্দিরে পুজো দিয়েই ভক্তরা ছুটছেন এই জায়গায়! বছরের প্রথম সেকি কাণ্ড আসানসোল এলাকায়
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
ইংরেজি বছরের প্রথম দিনে মন্দিরে পুজো দিয়েই সবাই ছুটছেন এই জায়গায়
আসানসোল, পশ্চিম বর্ধমান: প্রস্তুতি ছিল আগে থেকেই। আর সেই মত ইংরেজি নববর্ষের প্রথম দিনে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে উপচে পড়া ভিড় পূর্ণ্যার্থীদের। দেবীর কাছে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে চান সকলে। দেবীর কাছে প্রার্থনা, আগামী দিনগুলি যেন ভাল কাটে। তাই ভোর থেকে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন। চরম ব্যস্ততা পুরোহিতদের মধ্যে।
দেবীর কাছে পুজো দিয়ে বেশিরভাগ মানুষের গন্তব্য জেলার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট মাইথন। সেখানেও প্রচুর সংখ্যক পর্যটক আগমনের প্রস্তুতি রাখা হয়েছিল। নতুন বছরের প্রথম দিনে সেই প্রত্যাশা মত সকাল থেকেই আসতে শুরু করে পর্যটকদের বাস, গাড়ি ইত্যাদি। সকাল থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এবং শীতের হালকা রোদ গায়ে মেখে পিকনিকে মেতে উঠেছেন মানুষ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে শুধু মাইথন বা কল্যাণেশ্বরী মন্দির নয়, জেলার সমস্ত জনপ্রিয় পিকনিক স্পটগুলিতেই দেখা গিয়েছে একই ছবি। আসানসোল, দুর্গাপুরের বিভিন্ন স্পটে বছরের প্রথম দিনে পিকনিক করতে প্রচুর সংখ্যক পর্যটকের আগমন হয়েছে। পর্যটকরা একদিকে যেমন আশপাশের এলাকার ঘোরাঘুরি করতে শুরু করেছেন, তেমনভাবেই নানা রকম রান্নার পর্ব চলছে। চলছে জমিয়ে খাওয়া-দাওয়া।
advertisement
আরও পড়ুন: রাজ্যের অন্যতম প্রাচীন গ্রাম, পাবেন বিদ্রোহী কবিকে কাছে থেকে জানার সুযোগ! ঘুরে আসুন চুরুলিয়া থেকে
অন্যদিকে পিকনিক স্পটগুলিতে নিরাপত্তার জন্য বিশেষ নজর রয়েছে প্রশাসনের। বিশেষ করে দামোদরের তীরে যে সমস্ত পিকনিক স্পটগুলি রয়েছে, সেখানে আলাদা নজরদারি রয়েছে। পর্যটকদের বারবার জলে নামতে নিষেধ করা হচ্ছে। নৌকাবিহারের সময় লাইফ জ্যাকেট ব্যবহার এবং অন্যান্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। সবমিলিয়ে উৎসবের মেজাজে মেতে উঠেছে গোটা জেলা।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 01, 2025 3:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: মন্দিরে পুজো দিয়েই ভক্তরা ছুটছেন এই জায়গায়! বছরের প্রথম সেকি কাণ্ড আসানসোল এলাকায়